Site icon Trickbd.com

Youtube ও ফেসবুকের ভিডিও ডিরেক্ট ডাউনলোড করুন SD card এ হাই স্পিডে ?অন্য কোন অ্যাপ এ না ঢুকেই?? ফেসবুক ও Youtube অ্যাপ থেকেই!!?

আসসালামু আলাইকুমবন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আর আমাদের ওয়েবসাইটের সাথে থাকলে আল্লাহর রহমতে সকলে ভালো থাকবেন বলে আশা করছি।
কারণ আমাদের ওয়েবসাইটে নিত্যনতুন সকল পোষ্টের আপডেট দেয়া হয় তাই আজকেও অন্যদিনের মত ফিরে আসলাম আপনাদের মাঝে একটি চমৎকার পোস্ট নিয়ে।

বর্তমানে ইউটিউব ও ফেসবুক 2 টি জনপ্রিয় সামাজিক মাধ্যম। আমরা প্রাই সকলেই এগুলোর সাথে পরিচিত।

ফেসবুক ইউটিউব এ আমরা অনেকেই প্রয়োজনে ব্যবহার করি আবার অনেকেই বিনোদনের জন্য ব্যবহার করেন তাই বিনোদন হোক বা প্রয়োজন ইউটিউব ফেসবুক দুটি সামাজিক সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম।

ফেসবুক ও ইউটিউব এ অনেক শিক্ষামূলক ও জ্ঞানমূলক ভিডিও পাওয়া যায় যেগুলা আমাদের অনেক কাজের মনে হয় মাঝেমধ্যে।

আমরা যদি চাই তাহলে এই ইউটিউব থেকে সেইসব ভিডিও খুব সহজে নামে নিতে পারি কিন্তু তা আমরা সাধারণভাবে দেখতে পারি না সেজন্য ভিডিও গুলো হারিয়ে যায় বেশিরভাগ সময়।

আর ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা অনেকটাই কষ্টসাধ্য তাই আমি আপনাদের মাঝে আজকে এমন একটি টিপস নিয়ে এলাম যার মাধ্যমে আপনারা কোন প্রকার ঝামেলা ছাড়াই অন্য কোন অ্যাপ এ প্রবেশ ছাড়াই এক ক্লিকে যে কোন ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন।

জি হ্যাঁ বন্ধুরা তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের পোস্টটি:

প্রথমে আপনাদের নিচে থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, এখন অনেকেই বলতে পারেন আপনি তো প্রথমে বলেছিলেন কোন অ্যাপ লাগবে না, হ্যা অ্যাপ টি শুধু নামিয়ে মিনিমাইজ করে রেখে দিবেন। আর অ্যাপ এ যাওয়া লাগবে না।

আর যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন তা খুবই হাই স্পিডে ডাউনলোড হবে।

Download app: Pro snap Fast (no ads).apk

 

তো অ্যাপটি ডাউনলোড করার পর একবারে ঢোকে অ্যাপ থেকে বের হয়ে চলে আসুন।

এবার ফেসবুকে প্রবেশ করুন এবং যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান তার পাশেই থ্রি ডট এ ক্লিক করে সেখানে কপি লিংক অপশনে ক্লিক করুন।


দেখুন একটা download-button popup  আপ করতেছে, ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন।

ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে একটি পেজে রিডিরেক্ট করবে সেখানে আপনি আপনার ভিডিওর সাইজ টি সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন।

এবার আসি ইউটিউব এর ভিডিও কিভাবে নামাবেন,

এবার ইউটিউব অ্যাপ এ প্রবেশ করুন, তারপর যে ভিডিওটি নামাতে চান, 

সে ভিডিওটি শেয়ার বাটন এ ক্লিক করে দিন,

এবার সেখান থেকে ডাউনলোড উইথ স্ন্যাপ অপশনটিতে 

 

ক্লিক করে দিন, এবার আপনার সামনে ভিডিওটি বিভিন্ন ফরমেট সাইজ চলে আসবে।

আপনি যে ফরমেটে বা সাইজ এ ভিডিওটি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

এবং ভিডিওটি সরাসরি মেমরিতে পাবেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিষয়। পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে ভুলবেন না।

যেকোনো প্রিমিয়াম থিম,প্লাগিন,স্ক্রিপ্ট ফ্রিতে পাবেন এই দুইটি সাইট থেকে AmazThemes এবং AJsabbir
এবং ইন্টারনেট,ওয়েবসাইট ট্রিক ও ইনকাম রিলেটেড আরও টিপস পাবেন, এবং পাবেন প্রতি পোস্টে ৫-১০ টাকা ইনকামের সুজোগ Sikhenin.com