আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন, সবাইকে স্বাগতম আমাদের নতুন টপ ৫ অ্যান্ড্রয়েড অ্যাপ সিরিজের পোস্টে।
শুরু হয়ে গেল নতুন একটি মাস নতুন মাস উপলক্ষে নতুন কিছু অ্যাপ এর সঙ্গে পরিচয় করিয়ে দিব তাই অবশ্যই পোস্টটি লাস্ট পর্যন্ত দেখুন।
১। volume booster
আপনার ফোনে যদি ভলিউম কম হয় বিশেষ করে হেডফোনে গান শোনার সময় তাহলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনের ভোলিয়াম কিছুটা বাড়িয়ে নিতে পারবেন!
প্রথমেই অ্যাপটি ওপেন করলে অ্যাপের মধ্যে ভলিউম বুস্টার অপশন পাবেন, আর সেটিংস এ যেয়ে সো ভলিউম কন্ট্রোল একটিভ করে দিলে ফোনের ভলিউম সিস্টেম শো করবে,
এবার আপনার ফোনের ভলিউম ইচ্ছামত চাইলেই বাড়িয়ে নিয়া যাবে।
এই সফটওয়্যারটির সাইজ মাত্র ২.৮ মেগাবাইটের মত ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিংক এখানে! https://play.google.com/store/apps/details?id=com.goodev.volume.booster
২। comic and cartoon maker
এটি মূলত একটি ফটো ফিল্টার সফটওয়্যার এখান থেকে চাইলেই অটো ফিল্টার অপশনটি ব্যবহার করে ফটো এডিট করা সম্ভব।
অ্যাপ টি ওপেন করে গ্যালারি থেকে আপনার পছন্দের ফটো টি সিলেক্ট করুন, এরপর নিচের দিক থেকে ফিল্টার গুলো বেছে নিন আর ফিল্টার ব্যবহার করার পর ফটোর পরিবর্তন আপনারা ইন্সট্যান্টলি দেখতে পারবেন।
আর অ্যাপটির সাহায্যে চাইলেই মাল্টি ফটো ব্যবহার করে ফ্রেম তৈরি করা সম্ভব, আরেকটি এই সফটওয়ারের চমৎকার একটি ফিচার, এবং সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিক থেকে ফটোটা সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিন।
ভিডিও ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে থাকা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন আর সাইজ মাত্র ১৪ মেগাবাইট , ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=gr.gamebrain.comica
৪। fast like a fox
এটি মূলত একটি গেমিং অ্যাপ যারা গেম প্রিয় আছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সুপারফাস্ট গতিতে গেমটি খেলা যায় আর গেম এ অনেকগুলোই লেভেল পাচ্ছেন। অনেকগুলো স্টেজ থাকছে গ্রাফিক্সের কথা বললে মোটামুটি বলা যাই, সেইসাথে চাইলেই আপনি এই গেমটি ফ্রিতেই খেলতে পারেন।
গেমটির সাইজঃ মাত্র ৫৩ মেগাবাইট ডাউনলোড করা যাবে https://play.google.com/store/apps/details?id=com.waybefore.fastlikeafox এই লিংক থেকে।
৫। stylish navigation
এবার আপনি চাইলে আপনার ফোনের নেভিগেশন বার অথবা উইজার্ড সবার থেকে ব্যতিক্রম এবং স্টাইলিশ করে ব্যবহার করতে পারেন, এজন্য অবশ্যই আপনার ফোনে নেভিগেশন বার সাপোর্টেড থাকতে হবে।
অ্যাপটির নাম হচ্ছে স্টাইলিশ কাস্টমার ইজ ইওর নেভিগেশন উইজার্ড, অ্যাপ টি ওপেন করে নেভিগেশন সিলেক্ট করুন এবং ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দের ব্যাকগ্রাউন্ড টি সিলেক্ট করে নিন,
এছাড়া নেভিগেশন থেকে আইকন ও পরিবর্তন করতে পারবেন আরে স্টাইলিশ উইজার্ড ব্যবহার করার জন্য একটি মধ্যে থেকে উইজার্ড সিলেক্ট করুন তারপর আপনার ফোনের ইন্টারনেট কানেকশন টা অন করে দিন।
নিজের পছন্দমত উইজার্ড ডাউনলোড করা যাবে, নিজের পছন্দমত উইজার্ড ডাউনলোড করা হয়ে গেলে, তারপর প্লাস বাটনে ক্লিক করবেন তারপর হোমপেজে চলে আসুন এবং ডিসপ্লের উপর কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখুন।
এরপর উইজার্ড সিলেক্ট করে স্টাইলিশ উইজার্ড টি ড্রপ করে দিন ব্যস হয়ে গেল। চাইলেই রিসাইজ করে নিতে পারবেন আর আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অ্যাপ থেকে যে কোন একটি উইজার্ড সিলেট করলে অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে।
অ্যাপটি ডাউনলোড লিংক থাকছে https://play.google.com/store/apps/details?id=com.stylish.stylebar এখানে আর সাইজ হচ্ছে মাত্র ২৭ মেগাবাইটের মত!
অলরাইট এই ছিল আজকের পোস্ট,ভাল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকুন টাটা!
You must be logged in to post a comment.
Wlcm to trickbd. nice post. carry on
প্রো ভার্সন লিংক দিলে বেটার হতো!!
Amar akta mobile e volume button nosto hoya gecce emon kono apps ace jeta diya notification bar theke volume badate ba komate pari.if you reply i will be glad.
Good post brother…..
সবগুলো অ্যাপ এর সাথে প্রো ভার্সন লিঙ্ক দিলে খুব ভালো হতো !
Nice