Site icon Trickbd.com

স্প্যাম এবং অচেনা নাম্বার থেকে কল আসলে বলে দিবে যে এপস পরিচয়

Edit post 

This post Everything has changed.

সম্প্রতি গুগল তাদের নিজস্য গুগুল পিক্সেল ফোনের জন্য তৈরী করে নতুন একটি এপস যা অন্য কম্পানির ফোনে ব্যাবহার করা যাবেনা তবে বর্তমানে তারা সব কম্পানির ফোনের জন্য তৈরী করেছে ৷

গুগলের অফিসিয়াল ফোন কলিং অ্যাপটি প্রথমবার ডাউনলোড করে উপভোগ করতে পারবেন ৷ ফোন আপনাকে আপনার পরিবার ও বন্ধুদের সাথে সহজেই সংযুক্ত করবে, স্প্যাম কলারকে ব্লক করতে এবং আপনার উত্তর দেওয়ার আগে কে কল করেছে তা জানতে সহায়তা করবে – সবই একটি এপসের মাধ্যমেই ৷

শক্তিশালী স্প্যাম সুরক্ষাঃ

অচেনা কলারদের সম্পর্কে তথ্য যানাবে যা আপনাকে স্প্যামার, টেলিমার্কেট এবং স্ক্যামারদের বিরক্ত কর কল এড়াতে সহায্য করবে। আপনাকে পুনরায় কল করার চেস্টা করলে নাম্বার অটো ব্লক হবে।

আপনাকে কে কল করেছেঃ

গুগলের বিস্তৃত কলার আইডি কভারেজ আপনাকে কে কল করছে তার পরিচয় জানে দিবে যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন।

অজানা কলার স্ক্রিনঃ

স্ক্রিনে  অজানা কলারদের কল আসলে, আপনাকে বাধা না দিয়ে সনাক্ত করা স্প্যামারগুলিকে ফিল্টার আউট করে এবং আপনাকে কল করার আগে অচেনা কলার সম্পর্কে বলে দিবে ।

ভয়েস মেইলঃ 

এই এপস অটোমেটিক কল রিকোর্ড করবে এবং কথাগুলা সেভ করবে ৷ আপনি কথা গলা সুনতে বা ডিলেট করতে গুগল ক্রোম ব্যাবহার করতে হবে ৷ এবং প্রতিটা কথাই মেইল আকারে আপনার মেইল ইনবক্স এ যাবে ৷

ডিজাইন বা নকশাঃ 

সাধারন হালকা ওজনের ডিজাইন এবং এছাড়াও, ব্যাটারি সংরক্ষণ এবং রাতে চোখের স্ট্রেন কমাতে ডার্ক মোডে স্যুইচ অন করতে পারবেন ৷

এপস সাপোর্টঃ

জরুরী কল করার সময় আপনার বর্তমান অবস্থানটি দেখতে পারবেন এবং আপনার অবস্থান সহ আপনার প্রয়োজনীয় সহায়তা সম্পর্কিত তথ্যগুলি কথা না বলে জরুরি অপারেটরের সাথে ভাগ করতে পারবেন ।

নোটঃ  অ্যাপ্লিকেশনটি Android 7.0  ডিভাইসে জন্য। সব ডিভাইসের জন্য এখনো কোন আপডেট আসেনি আসলে অবশ্যই পোস্ট করে যানিয়ে দেওয়া হবে ৷ তবে চেক করতে পারবেন আপনার ফোনে চলবে কিনা ৷

Ex. My phone: Not suport

? ভিডিও ফুটেজ link:

https://youtu.be/0PRUyZQinMc

Next post pisrse pilogi

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ ৷

#