Site icon Trickbd.com

300 টাকার একটি App এবং ছোট্ট একটি টেকনিক খাটিয়ে আপনার আশেপাশের বা পাশের রুমের সকল কথা (যা আপনি শুনতে পাচ্ছেন না সেগুলো) শুনুন এবং রেকর্ড করে নিন খুব সহজেই। ( FREE! )

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন প্রিয় বন্ধুরা!
আশা করি সকলেই ভালো আছে।
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।


আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি,তারা সবাই কোন না কোন সময় মোবাইলের রেকর্ড করার সিস্টেম এর সুভিধে ভোগ করেছি।

এমন অনেক সময় আসে যে সময়ের কথা গুলো এমন প্রয়োজনীয় হয়ে থাকে যে তা পূনরায় নিজে/অন্যকাউকে শোনানোর জন্য রেকর্ড করে রাখার দরকার হয়ে থাকে।

ঠিক তেমন সময় আমরা আমাদের ফোনে কথাবার্তা রেকর্ড করে রাখি।

তবে আমাদের ফোনের মাইক্রফোন এর ক্ষমতা কম হওয়ার জন্য আমরা বেশি দূরের কথা রেকর্ড করতে পারি না।

আজ আপনাদের জন্য এমন একটি এপ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি ছোট্ট একটি টেকনিক খাটিয়ে মোটামুটি দূরের কথা বা পাশের রুমের কথা শোনতে এবং রেকর্ড করে রাখতে পারবেন।

তো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি!

এর জন্য আপনার একটি ব্লুটুথ এবং একটি এপ দরকার হবে।

আশা করি ব্লুটুথ সবারই আছে তাই নিচে ক্লিক করে এপ টি নামিয়ে নেয়।

App Name :Easy Voice Recorder Pro
App Size : 5 MB
Play Store Price : 300 BDT
Download :App টি ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

মূলত এটি একটি রেকর্ডের এপ।
তবে এর বিশেষ ক্ষমতা হচ্ছে এটি দিয়ে ব্লুটুথ এর মাইক্রফোন ব্যবহার করে রেকর্ড করা যায়,যা ফোনের সাধারণ রেকর্ড এর এপ এ করা যায় না।

আশা করি আমরা কি করতে যাচ্ছি বুঝে ফেলেছেন?
আমরা শুধু এপ এর সেটিং এ রেকর্ড এর জন্য ব্লুটুথ মাইক্রফোন সেট করে রাখব।

তার পর আপনি যেখানকার কথা শোনতে চান আপনার ব্লুটুথ টি সেখানে রেখে দিন আর আপনার ফোন এ রেকর্ড চালু করে দিন।

তো চলুন দেখিয়ে দিচ্ছি কি করে এপ এ ব্লুটুথ মাইক্রফোন কানেক্ট করবেন।


প্রথিমে এখানে ক্লিক করে এপ টি নামিয়ে নিন।

এখন এপ টি চালু করে সেটিংস এ যান।

তারপর Tuning এ যান

এখান থেকে Microphone এ যান
এবং ব্লুটুথ সিলেক্ট করে দিন।

আশা করি পোষ্ট এ দেখানো টেকনিক টি আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে।

আমার মতে এটি আপনার এখন দরকার না হলেও কোন না কোন সময় এটির দরকার আপনার হবেয়ই।তাই চাইলে এখনি ডাউনলোড করে রেখে দিতে পারেন।
[br]

ধন্যবাদ।

Exit mobile version