Site icon Trickbd.com

Brave নাকি Chrome browser? কোনটা আপনার জন্য বেশি সুইটেবল ! [Androaid/PC]

Howdy Everyone,

আমরা সচরাচর নেট ব্রাউসিং এর জন্য কোন না কোন Browser ব্যবহার করি। বেশিরভাগ chrome/samsung Internet Browser ব্যবহার করে থাকি। আপনি জানেন কী এই Chrome Browser এ আপনাকে website ব্রাউজিং এ high performance দিলেও মোবাইলের জন্য সেটা গ্যাস্টিক সমস্যা হয়ে দারায়, কারণ এর ভাল Performane এর জন্য আপনার Ram & stoage যেন গিলে খাচ্ছে।  যারা সবসময় Application manager ব্যবহার করেন তারা এটা উপলব্ধি করতে পারবেন। এরি সাথে Chrome browser কে টেক্কা দিতে চলে এসেছে Brave browser। এটা অনেক আগে থেকেই আছে androaid store এ
কিন্তু Chrome built in হওয়ায় আমরা এর প্রতি আকৃষ্ট হয়ে গেছি।

আজকে মূলত Brave browser আর Chrome browser এর পার্থক্যটুকু তুলে ধরব। আশাকরি উপকারে আসবে-

[Speed]                                                                                                                                                                                         

 

 

[Privacy]                                                                                                                                                                               

 

[Security]

 

☠সবচেয়ে আশ্চর্যজনক নিউজ হল গত ২ বছরের মধ্যে এর ব্যবহার সংখ্যা 1 মিলিয়ন থেকে 10 মিলিয়নে গিয়ে থেমেছে শুধুমাত্র এর অসাধারণ সব features এর কারণে।

 

দিনশেষে একটা কথাই বলব- Brave হল এক প্রকারের chrome browser কিন্তু Chrome থেকেও অনেক Fast এবং এর web page loading এ কোন অলসতা নেই বলতে গেলে।

আমি বলছি না কোন browser খারাপ, যাস্ট তুলনা করলাম। আপনার মতামত জানাবেন, আমি খুশি হব।

?Download Brave for androaid- Play store

?Download Brave for Pc-  https://brave.com/


আসলে এই Brave Browser কতটা উপকারী যদি বুঝতে চান তবে নিজেই একটা পরিক্ষা করুন-

✅প্রথমে Chrome Browser থেকে https://y2mate.guru/[এইটা youtube video download করার একটা site] এই site এ যান,  দেখুন কী বিশ্রী Ads + tracker যুক্ত করা হয়েছে।

✅এবার Brave browser ব্যবহার করে https://y2mate.guru/ আবার এই সাইটে যান। আপনি অবাক হবেন যে Brave browser কীভাবে Tracker দের হাত থেকে আপনাকে রক্ষা করছে


আজ এই পর্যন্তই

Bye?