Site icon Trickbd.com

৪টি বেস্ট free Launcer যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে প্রানবন্ত করে তুলবে

Howday Everyone,

আমাদের দৈনন্দিন কাজে Androaid মোবাইল যেন একটি প্রয়োজনীয় উপকরণ হয়ে দায়িয়েছে। কেমন হয় যদি আপনার স্বাদের Androaid মোবাইলটি কাসটোমাইজ করা যায় আরো সুন্দর ভাবে। আজ ঠিক এই রকমই ৪টি Launcer নিয়ে কথা বলব, যা আপনার Androaid মোবাইলটিকে আরো প্রাণবন্ত করে তুলবে
চলুন শুরু করা যাক-

 

i.Aio launcher

এর প্রধান কাজ হল অ্যাপ গুলোকে আপনার হোম স্ক্রিনেই কোন আইকন ছাড়া প্রদর্শন করা। জিনিসটা দেখতে অদ্ভুত লাগলেই ব্যবহার করতে অনেক Cool লাগে। তাছাড়া বিভিন্ন Gesture,Widgets and plugins রয়েছে আপনার মোবাইলের Unique customize করার জন্য।
মাত্র 34 MB সাইজের অ্যাপটি Download করতে পারেন সরাসরি Play store থেকে।
?Download LinkPlay store 

 

ii.U launcher

3D অ্যানিমেশন এর Boss হল এই Launcer। আপনার Home screen এর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় তা লক্ষ্য করা যায়। তাছাড়া মাথা নষ্ট করার মত অনেক Live wallpaper, themes। আর Build in app locker তো আছেই।

মাত্র 10 million মানুষ 13MB সাইজের অ্যাপটি ডাউনলোড করেছে। আপনিও উপভোগ করতে চাইলে ডাউনলোড করে ফেলুন
?Download Link play store 

iii.Asap launcher

এই launcher মূলত সব কিছু আপনার Side bar এ নিয়ে আসে, যা আপনার মোবাইলে Swipe করার সাথে সাথেই দৃশ্যমান হবে। আমার কাছে জিনিসটা অনেক
Cool লেগেছে। মিনি Drawer নামে একটা feature আছে যা আপনার মোবাইল স্ক্রিনের নিচের দিকে swipe করলে পেয়ে যাবেন, যেখানে
প্রয়োজনীয় appগুলো pin করে রাখতে পারবেন
500K বার ডাউনলোড হওয়া অ্যাপটি পছন্দ হলে ডাউনলোড করে নিতে পারেন।
?Download LinkPlay store 

iv.Lucid Launcher

এইটা আবার আপনার দেখা সব Launcher হতে সম্পূর্ন ভিন্ন, কারণ এক্ষেত্রে আপনি Home screen এ সব অ্যাপ থাকা অবস্থায় ডান দিকে swipe করলেই Browser পেয়ে যাবেন। আর অ্যাপ Drawer এর style টা ভাষায় প্রকাশ করার মত না, অস্থির এই লুক দিয়ে চমকে দিতে পারেন আপনার বন্ধুদের।
5.5MB-র অ্যাপটি 1M বার ডাউনলোড হয়েছে , আপনিও দেরী না করে অ্যাপটির 1M family-তে যোগ দিতে পারেন।
?Download link- Play store

 

≅ উপরের সব launcher Free, আপনি বিন্দাস ভাবে চালাতে পারবেন কিন্তু Ads একটু জালাবে, তাই ads মুক্ত চালাতে চাইলে 4টা apk এর Mod version আমি ডাউনলোড করে Google Drive/Mega  তে Upload দিলাম চাইলে ওখান থেকেও Download করতে পারেন-

☠Google drive Link
☠Mega Link

অনেকেই জানে Nova Launcher এর মত Best আর একটাও নাই, কিন্তু Nova Launcher এ Battery drain হয় তাই আমি এটা সাজেস্ট  করি নি। উপরের অ্যাপ গুলোর Features সিম্পলের মধ্যে গরজিয়াস এবং battery Drain হয় না বললেই চলে। আপনার মোবাইলের Ram-Rom এর উপর ডিপেন্ড করে Launcher এর পারফরমেন্স, তবে অ্যাপগুলোর Size অনেক কম আশাকরি স্মুথ feel পাবেন?

আশাকরি Launcher-গুলা আপনার ইউনিক ও অসাধারণ লাগবে,

সুস্থ থাকুন- সেইফ থাকুন
Bye✌