Site icon Trickbd.com

আমি ব্যবহার করি এমন ৮টি ইউজফুল বাংলাদেশি অ্যাপস।

Unnamed

হ্যালো কি অবস্থা তোমাদের আমি অনামিকা চলে আসলাম আরও একটি নতুন পোস্ট নিয়ে তোমাদের মাঝে,
যানিনা কতটুকু জায়গা করে নিতে পারব তোমাদের হৃদয় এ তারপরও চেষ্টা চালাচ্ছি। ?

অ্যান্ড্রয়েড সফটওয়্যার কালো হয় ফর্সা হয় থুক্কু, অ্যান্ড্রয়েড অ্যাপ ভালো হয় খারাপ হয় দামি হয় সস্তা হয় আবার ফাউল ও হয় কিন্তু তাদের মধ্যে আবার কিছু কিছু অ্যাপ লাইফ চেঞ্জার ও হয়। তো আজকে আমি এমন ৮টি সফটওয়্যার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।


১। Dhaka Wheels – Local Bus Route
লং ডিস্টেন্স যাতায়াতের জন্য সকলের বাসের আশ্রয় নিতে হয় তবে দেশে অনেক বেশি পরিবহনের বাস থাকার কারণে অনেকে জানেই না কোন বাস কোথায় যায়।
অথবা আপনি যেখানে যেতে চান সেখানে কোন বাস যায় কিনা সেটা জানার জন্য হলেও এই অ্যাপটি আপনার জন্যই।

গুগল প্লে স্টোরে ঢাকা Wheels লিখলেই পেয়ে যাবেন এই অ্যাপ , এই অ্যাপ ওপেন করে আপনার লোকেশন ডিস্টেন্স লিখলেই পেয়ে যাবেন সকল বাসের লিস্ট।
এখান থেকে বাসের ছবি দেখতে পারবেন যদিও সব বাসের ছবি এখন এভেলেবেল না তবে আশা করছি খুব শীঘ্রই এভেলেবেল হয়ে যাবে।


২। Public toilet BD
রাস্তার মাঝখানে প্রকৃতির ডাকে সাড়া পাওয়া টাই স্বাভাবিক। ? আজ পর্যাপ্ত সাড়া দেওয়ার স্থান না থাকায় প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে কন্ট্রোল করে রাখেন অনেক কষ্টে।
এটা অবশ্যই হেলথের জন্য অনেক মারাত্মক!
এরকম সিচুয়েশন থেকে বাঁচার জন্য এই অ্যাপটি আপনার জন্য মাস্ট হ্যাভ। এই অ্যাপটির মাধ্যমে আপনার আশে পাশে টয়লেট এর লোকেশন ও ছবি দেখতে পারবেন।

তবে টয়লেটের ছবি না দেখার পরামর্শ দিব কারন ছবি দেখলে হয়তো আপনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা একদম ভুলেই যাবেন।?


৩। Sheba.xyz
এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলেই সব ধরনের সেবা নিতে পারবেন। অ্যাপের মাধ্যমে বিউটি, সার্ভিসিং ,হোম ক্লিনিং, ল্যাপটপ পিসি সার্ভিসিং, হেল্প সহ বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন।

আর আপনারা যাদের থেকে সার্ভিসটি গ্রহণ করবেন তাদের নিয়েও ভয় পাবার কোন কারন নাই,
কারণ সবাই এই অ্যাপে ভেরিফাইড।


৪। মায়া।
এটি মেনলি আমাদের জন্য মানে মেয়েদের জন্য আর কি, না চাইলে তোমরা ছেলেরাও ইউজ করতে পারো।
এই অ্যাপের মাধ্যমে মূলত মেয়েদের সব ধরনের স্বাস্থ্য সেবা মূলক সব ধরনের সেবা দেওয়া হয়।
তাদের কোন শারীরিক বা মানসিক সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে প্রশ্ন করে বিশেষজ্ঞদের কাছ থেকে উত্তর জানতে পারবেন। আর এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন।


৫। ক্যামস্ক্যানার
যাদের প্রতিদিন নানা ডকুমেন্টস এর ছবি ফোনের মধ্যে রাখতে হয় তাদের জন্য এটা একটা must-have অ্যাপ।
এই সফটওয়ারের মাধ্যমে ডকুমেন্টেড এর তোলা ছবি ফোনের পিডিএফ আকারে রাখা যায়। আর পিডিএফ ইমেজ থেকে কতটা বেটার তা সবাই জানেন নিশ্চয়ই।

এই সফট্ওয়ারে জাস্ট ডকুমেন্টস এর ছবি তুলে অথবা আগের কোনো ছবি সিলেক্ট করে,
ফোকাসিং এরিয়া গুলো চুস করে আপনার কাজ শেষ বাকি কাজগুলো এ অ্যাপ নিজে থেকেই করে নেবে।


৬। চালডাল।
এই সফটওয়্যার মূলত একটা অনলাইন শপ,
এই অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসেই নিজের বাজার কমপ্লিট করে নিতে পারেন।
আর সত্যি বলতে এদের ডেলিভারি সিস্টেম দুর্দান্ত ফাস্ট আমি নিজে অনেকবার অর্ডার করেছি এদের থেকে এবং সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে ডেলিভারি পেয়ে গেছি।
আর সেই সাথে তাদের ডেলিভারি চার্জ ও অনেকটাই কম।


৭। সহজ।
আপনার জীবন টাকে যদি অনেকটাই সহজ করতে চান তাহলে আপনি আপনার জন্যই,

এই এক অ্যাপের মাধ্যমে আপনি চাইলে ট্রেনের টিকেট বাসের টিকিট মুভির টিকিট, আবার চাইলে ফুড ডেলিভারিও নিতে পারবেন।
এছাড়াও তাদের নতুন রাইট শেয়ারের অপশন ও চালু আছে পাঠাও এর মত এই সফটওয়্যার দিয়েও আপনি রাইট করতে পারবেন।


৮। ইজিয়ার।
এই সফটওয়্যার মূলত অ্যাম্বুলেন্স ডাকার একটি সহজ মাধ্যম আপনি দেশের যেকোনো জায়গা থেকে অ্যাম্বুলেন্স ডাকতে পারেন।
আর এদের অ্যাপ ব্যবহার করে অ্যাম্বুলেন্স ডাকলে অনেক হাসপাতাল ডিসকাউন্ট দিয়ে থাকেন।
তাছাড়া এই সফটওয়্যার এ রাইড শেয়ারিং ফিচার ও যোগ হয়েছে তবে তা পাঠাও এর মত অতটা জনপ্রিয় নয়।

তো ফ্রেন্ডস এই ছিল আমার জানা মতে ৮টি সেরা বাংলাদেশি অ্যাপস, তো আপনাদের কাছে যদি এরকম ভালো কোন অ্যাপ এর সন্ধান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।

আমার অফিশিয়াল পেজে লাইক করুন। এবং ।জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে
গ্রুপে অবশ্যই জয়েন করুন সবার কাছে অনুরোধ রইলো।

এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অনামিকা ফর্ম ট্রিকবিডি, now I am sending out!

Exit mobile version