আপনার কি কখনও কমিক বই লেখার ইচ্ছা হয়েছে ? যদি হয়ে থাকে এ পোস্টটি আপনার জন্য

যারা সুপারহিরো মুভি গুলা দেখে তাদের মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে Marvel বা DC comic এর মতো নিজের একটি কমিক বই তৈরি করার।
কমিক বই তৈরি করার জন্য দুটি জিনিসের প্রয়োজন
- কাহিনী
- চিত্র
কাহিনীর জন্য তো বাংলা সিনেমা আছেই কিন্তু আমরা চিত্রটা কিভাবে আঁকব? সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা
নিচের অ্যাপটি এ সমস্যার সমাধান করতে পারে
Name: Storyboard
Developer: Research at Google
এই অ্যাপটি আপনার ছবি বা ভিডিও কি নিজে নিজে এডিট করে একটা কমিক লুক দিয়ে দিবে।
এই অ্যাপটির কিছু এডিটিং দেখে নিন তাহলে বাকিটা আপনি নিজেই বুঝে যাবেন।
তো দেখতেই পেলেন সবগুলো ছবি তে একটা কমিক কমিক ভাব চলে এসেছে।
[তো কেউ আবার মনে করবেন না যে এই অ্যাপটি ব্যবহার করে আপনি একটা সেরকম কমিক রাইটার হয়ে যাবেন ]
এই App টা আপনাকে শুধু একটু সান্তনা দিবে আর কি।
অ্যাপটির বৈশিষ্ট্য
- একটি সম্পূর্ণ ফ্রি কোনরকম AD পাবেন না।
- অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। বেশি কোন অপশন নেই।
- আপনাকে কোন এডিটিং করা লাগেনা এটি নিজে নিজে সবকিছু করে ফেলবে, আপনি শুধু আপনার ছবি বা ভিডিওটি দিন এখানে এডিট হয়ে যাবে।
- আপনার যদি কোন ছবি বা ভিডিওর এডিট টা ভালো না লাগে তাহলে একবার Refresh করে নিন, তাহলে নতুন ছবি চলে আসবে।
App টা দিয়ে আপনি কি করে দেখাতে পারবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি এই অ্যাপ টি দিয়ে নতুন কি করতে পেরেছেন তা কমেন্ট বক্সে জানান?