Site icon Trickbd.com

ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করে আপনার কন্ঠস্বরকে সুন্দর/সুরেলা ও Background Noise সম্পূর্ণ মুক্ত করে তুলতে পারেন খুব সহজেই !!

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! কেমন আছেন ? আশা করি অনেক ভালো আছেন । আমি রিফাত । আজ আলোচনা করবো কিভাবে আপনি আপনার রেকর্ড করা ভিডিও বা অডিও এর সাউন্ড কোয়ালিটি অনেক গুণ ভালো করে তুলতে পারেন । এবং Background Noise দূর করে , ক্লিয়ার ভয়েস পেতে পারেন । তাছাড়া বেসুরো কন্ঠকে সুরেলা বানাতে পারেন ।
তো আসুন কথা না বলে শুরু করা যাক , প্রথমেই প্লে স্টোর থেকে voloco app টি ডাউনলোড করে নিতে হবে । প্লে স্টোরে voloco দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাপটি ।

এমন আইকন দেখেই চিনতে পারবেন ।

[ বি.দ্র. যেকোনো কারণবশত লিঙ্ক টা দিতে পারিনি তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত । ]

অ্যাপটি ওপেন করুন এবং এখানে ক্লিক করুন ।

আপনি অ্যাপটিতে ভিডিও এবং অডিও দুটি নিয়েই কাজ করতে পারবেন ।

এক্ষেত্রে আপনাকে সরাসরি অ্যাপ দিয়ে রেকর্ড করতে হবে ।
অ্যাপটিতে অনেক রকমের ফিরাচ পাবেন । যা দিয়ে আপনি প্রোফেশনাল টিউন এবং ভয়েস ইডিটর হতে পারবেন । আপনি যদি A to Z আয়ত্ব করতে পারেন , তাহলে আপনার ফোনটিই প্রোফেশনাল স্টুডিও এর থেকে কম কিছু হবে না ।


যাইহোক নিজে নিজে সঙ্গীত রেকর্ড করতে গিয়ে বাড়তি কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট লাগবে না । আপনি এতেই পেয়ে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী মনের মতো Background Music ।

অথবা আপনি আপনার ফোনের স্টোরেজের যেকোনো জায়গা থেকে মিউজিক কালেক্ট করতে পারেন ।


আপনার অডিও / ভিডিও আরো নিখুঁতভাবে করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপটির খুঁটিনাটি ভালো ভাবে জানতে হবে ।
অ্যাপটি ব্যবহার করতে যে কোনো প্রকার সমস্যা হলে জানাবেন ।


এখন মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আর সুরেলা কন্ঠ ছাড়াই আপনি শুরু করতে পারেন নিজের মিউজিক ভিডিও/অডিও । অ্যাপটি দিয়ে তৈরি করা ডেমো ভিডিও বা অডিও দেখতে চাইলে আমার ফেসবুক প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেনঃ
আমার ফেসবুক আইডি –My Facebook Profile

যদি সে বিষয়ে শিখতে আগ্রহী হলে জানাবেন । আগামী পোস্টে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো । সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ! কোনো ভুল ক্রুটি থাকলে বা ভালো না লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আল্লাহাফেজ !