“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন।
প্রতিদিন এর ব্যবস্থা থেকে আপনাদের জন্য লিখতে বসা। তবে আজ এমন একটি apps কথা বলবো যার রিভিউ লিখতে গিয়ে আমি অনেক অবাক হয়ে গেছিলাম। যখন apps টা আমি আমার ফোনে install করে ব্যবহার করি।
প্রায় ১৫ দিন আগে আমার এক আত্নীয় সৌদি আরব থেকে বাংলাদেশ এ আসার কথা ছিলো। কিন্তু বাংলাদেশ এ ঘন কুয়াশার কারণে সে বিমান টি বাংলাদেশ এ ল্যান্ড করতে পারেনি। যার পর প্লেনটি দিল্লি ল্যান্ড করে৷
যার সমস্ত তথ্য আমি একটি apps ব্যবহার করে ট্যাগ করছিলাম। সেই apps টা আমাকে সঠিক ইনফরমেশন দিচ্ছিলো।এমন কি লাইভ দেখতে পারছিলাম বিমান কোথায় আছে। যা দেখে আমি অনেক অবাক হয়ে গেছিলাম।
তো এবার আপনাদের সেই আপ্পস টার কথা বলি। apps এর নাম Flightradar24.
নাম টা যেমন কাজ ও ঠিক তেমন। আমার দেখা সব থেকে আচার্যজনক apps। যা ব্যবহার করলে আপনি ও আচার্য হয়ে যাবেন।
এই আপ্স টি ডাউনলোড করতে প্রথমে Playstore এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
তারপর apps টি ওপেন করুন।
এবার Continue করুন৷
এই apps টি পুরো ফিচার উপভোগ করতে 14 দিন এর ট্রায়াল টা নিয়ে নিতে পারেন।
না হলে not now দিয়ে apps এর ভিতরে প্রবেশ করুন।
apps এর ভিতরে প্রবেশ করলে ঠিক নিচের মত দেখতে পাবেন।
এখান থেকে যে কোন একটি বিমান এর উপর ক্লিক করুন। দেখুনঃ
তার সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে। তার গন্তব্য কোথা থেকে কোথায়। আমি দেখতে পাচ্ছি এটা টোকিও থেকে দিল্লি যাচ্ছে৷
এভার বিমান টি লাইভ দেখতে চাইলে 3D view তে ক্লিক করুন
দেখুন ম্যাজিক। বিমান এর কত স্পিড কত মিটার উপরে আছে সব দেখাচ্ছে৷
আরো ইনফেকশন দেখতে more info তে গেলে এই ফ্যাল্ট এর সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। কাল কোথায় কটায় ল্যাড করবে সব ইনফরমেশন।
ধরেন আপনার আত্নীয় আজ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান টি ল্যান্ড করবে। তাহলে উপরে সার্চ বার এ Dhaka লিখে সার্চ করুন। বা বিমান এর কোড নাম্বারটি লিখলেও হবে।
Dhaka লিখে সার্চ করলে নিচের মত আসবে।
যেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখাবে।
ল্যান্ড বিমান দেখান জন্য
Sow arrival board গেলে দেখত্র পাবেন আজ কোন কোন বিমান ল্যান্ড করবে। এবং এই মুহুর্তে কোন কোন বিমান আকাশে আছে। যার পাশে Live লিখা থাকবে।
সেই live এ ক্লিক করলে সেই বিমান এর ইনফরমেশন দেখতে পারবেন।
এবার sow map এ ক্লিক করলে সেটা কোথায় আছে সেটা দেখতে পারবেন,।
সব থেকে আচার্য ফিচার
আপনার বাড়ির উপর দিয়ে একটি বিমান চলে গেলো। সেটা ইনফরমেশন ও আপনি এই apps এর মাধ্যমে জানতে পারবেন। তারজন্য Apps er AR নামে একটি অপশন আছে তাতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে
যেহেতো আমার আশে পাশে কোন বিমান যাচ্ছে না তাই কোন বিমান দেখাচ্ছে না।
3D ভিউও একটি video
অ্যাপ এর সমস্ত ফিচার আপনি ফিরতে নাও পেতে পারেন। তাই ১৪ দিন এর ট্রায়াল টা নিতে পারেন।
তার জন্য আপনাকে Gold মেম্বার হতে হবে।
পোস্টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এখন ডিসকাভারি চ্যানেল কোন apps বাংলায় দেখতে ভিজিট করুনঃ Visit করুন এখানে ক্লিক করে
ফেসবুকে vist