Site icon Trickbd.com

আপনার নিজের ভয়েস ও গান রেকর্ড করুন একটি এপ এর মাধ্যমে সঠিক ভাবে সেটিং করে। ব্যবহার করতে পারবেন ইউটিউবের জন্যও।

Unnamed

আসসলামু আলাইকুম

ইউটিউবে আমরা যারা নতুন তাদের জন্য প্রথমে অনেক কিছুর সমস্যার সম্মুক্ষিন হতে হয়। যেমন ভালো ভয়েস রেকোর্ডিং, ভালো মানের ভিডিও ইত্যাদি।

তবে বেশি সমস্যা হয় ভয়েস রেকোর্ড নিয়ে। তাই আমি এই পোস্টে তাদের জন্য কিছুটা সমস্যার সমাধান করব।

আপনাদের সাথে এই পোস্টে দুইটি সেটিং নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনার ভয়েস ও নিজের গান সুন্দর ভাবে রেকর্ড করতে পারবেন।

তো প্রথমে আপনারা আপনাদের যে হেডফোন টি রয়েছে সেটির মাইক্রোফোন অংশে নরম জাতীয় ফোম পেচিয়ে নিন

এতে করে আপনার মুখ থেকে বাতাস বা নিঃশ্বাস সরাসরি মাইক্রোফোনে না পৌছে ফিল্টার হয়ে আপনার কথা গুলো পৌছাবে।

এখন আপনারা এখান থেকে এই এপ টি ইন্সটল করে নিন।
Download
ইন্সটল করার পর এপ টি অপেন করুন ও নিচের পদ্ধতি অনুসরন করুন।

১. শুধু ভয়েস রেকোর্ডিং এর জন্য যেভাবে সেটিং করে নিবেন














*
*

২. আপনার নিজের কন্ঠে গানের রেকোর্ডিং এর জন্য যেভাবে সেটিং করে নিবেন

এপ এর সেটিংআগের নিয়মেই থাকবে শুধু নিজের দুইটি অপশন কিছুটা পরিবর্তন করতে হবে।




আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তে ভয়েস দেয়ার জন্য এই এপ টি ব্যবহার করে থাকি।
আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন।


আমার চ্যানেল টি ঘুরে আসার অনুরোধ রইল:- KH Bangla 360

টেলিগ্রাম:- Join Now

ধন্যবাদ