Site icon Trickbd.com

ফোনের স্কীনের যেকোন স্থানের ইংরেজী লেখাকে বাংলায় অনুবাদ করে পড়ুন খুব সহজে।

Unnamed

আসসালামু আলাইকুম

ও হিন্দু ভাইদের আদাব।

ক্ষুদ্র জ্ঞানকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
অনেক সময় না চাইতেই ভুল হয়ে যায়।
তাই, সবাই উৎসাহ দিবেন আমদের যাতে আরো ভাল কিছু উপহার দিতে পারি আপনাদের।
বেশি কথা না বাড়ায় কাজের কথায় আসি।

আজকে যে বিষয় দেখাব, সেটা হলো ইংরেজী লেখাকে বাংলায় রুপান্তর করা।
আমরা জানি এটা করা যায় গুগল ট্রান্সলেশন এর মাধ্যমে।
কিন্তু এটা অনেক কঠিন।
কপি করে পেস্ট করতে হয়।
কিন্তু আমি আজ দেখাব একটা এপ্স থাকবে।
এবং ফোনের যেকোন স্থানের লেখাকে একটা ট্যাপের মাধ্যমে ইংরেজী লেখাকে বাংলায় রুপান্তর করতে পারবেন।
দেখলেই সব সহজে বুঝে যাবেন।
এই কাজ করতে হলে একটা এপ্স প্রয়োজন হবে।
নিচের এই লিং থেকে এপ্স ডাউনলোড করে নিন

ডাউনলোড

ডাউনলোড করার পর এপ্সটি ওপেন করুন

তার পর এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন

পারমিশন দিয়ে দিন

তার পর দেখানো যায়গায় ক্লিক করুন

তার পর এখানে এটা করে দিন

তার পর close লেখায় ক্লিক দিন

তার পর এখানে ক্লিক দিন

তারপর এখানে ক্লিক দিন

এটা অন করে দিন

আবারো এখানে ক্লিক দিন

তার পর এখানে টিক দিন আর স্টাট করে দিন

কাজ শেষ,এখন ব্যাক বাটন চেপে বের হয়ে আসুন।
এবার স্কীনের যেকোন স্থানর ইংরেজী লেখা বাংলায় অনুবাদ করবেন ওখানে যান

এরকম একটা গোল থাকবে, যখন দরকার না এপ্স বন্ধ রাখবেন।

একটা টাপ করবেন গোল এর উপর আর তার পর আরেকটা ট্যাপ করে যে টুকু ইংরেজী বাংলায় রুপান্তর করবেন সিলেক্ট করবেন এভাবে টেনে

এবার ছেড়ে দিন,ব্যাস কাজ শেষ দেখুন
অটোমেটিক বাংলায় রুপান্তর হয়ে গেছে

এভাবে যেকোন স্থানের লেখা খুব সহজে এই নিয়মে বাংলায় রুপান্তর করতে পারবেন।

সবাই অপেক্ষা করুন,আবার যেন ভাল কিছু আপনাদের উপহার দিতে পারি।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে ঃ Sk Shipon

ধন্যবাদ