মোবাইলেই আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি। ♥
বলে দেই যে Android Smartphone-এ ছবি এডিট করার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেগুলি ব্যাববহার করে আপনি সহজেই পাসপোর্ট সাইট ছবি তৈরি করতে পারবেন।
তবে আজকের আলোচনায় যে এপসটা উল্যেখ করবো সেই এপস দিয়ে আপনি ছবির ব্যাকরাউন্ড চেন্জ করতে পারবেন ৷ তাছাড়াও আপনি ছবির পোশাক চেন্জ করতে পারবেন ৷ এছাড়াও মেয়েদের জন্য হিজাব লাগাতে পারবেন খুব সহজেই ৷
তবে কীভাবে করবেন সেটা। আসুন জেনে নেওয়া যাক…
অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করা যাবে?
- সবার প্রথমে প্লে স্টোর থেকে পাসপোর্ট সাইজ ফটো মেকার প্রো (Passport Size Photo Maker pro) অ্যাপ ডাউনলোড করুন।
- তারপর ওপেন করুন, এবার এখানে দুটি অপশন দেখা যাবে, নিচের ফটোর মতোই সেখানে দুই অপশনই গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে ৷
[যদি আপনি ছবির ব্যাকরাউন্ড, পোশাক চেন্জ করতে চান তাহলে লাল বাটনে ক্লিক করুন] - এবার যে কোন একটা অপশন থেকে ছবি সিলেক্ট করুন
- এখানে ছবি সিলেক্ট করার পর তা ক্রোপ করতে হবে।
[তার জন্য নিচে অটো ক্রোপ অপশন সিলেক্ট করতে হবে।] ছবি ক্রোপ, করার পর, উপরে crop অপশন দেখা যাবে, সেটাতে ক্লিক করতে হবে। - এখন ছবির পোশাক চেন্জ করুন নিজের ইচ্ছা মতো ⇓⇓⇓৷
- এবার ছবির ব্যাকরাউন্ড মুছে ফেলুন এবং উপরের ডান কর্ণারে Next এ ক্লিক করুন ৷ ৷
- এখন ব্যাকরাউন্ড কালার সিলেক্ট করুন ৷ ৷
[আপনি গ্যালারির ফটো ব্যাকরাউন্ট করতে তে পারবেন এর জন্য আপনাকে গ্যালারি আইকোন (icon) টাপ করতে হবে একং ছবি সিলেক্ট করে ব্যাকরাউন্ড চেন্জ করতে পারবেন]
এখন সেভ করুন ৷
- এবার আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি। আপনি এই পাসপোর্ট সাইজ ছবি যেকোনও কাজের জন্য ব্যাবহার করতে পারবেন ৷
FEATURES:
- Passport size photo maker Background eraser and remover of photos.
- Men suits and girls attires editing, suit setting.
- Collage photos.
- Flip and rotate.
- Cut and paste photo.
- Crop photo.
- Id photo maker.
Passport size photo maker info:
- Apss name: Passport size photo maker pro
- size: 10.45 mb
- Last update: 25-12-2020
না বুঝলে কমেন্ট করুন ১০০ বার ৷
[Note: আমি শুধু ধাপ গুলা দেখাইছি ক্লিয়ার ভাবে ছবি ইডিট করিনি তার জন্য দুঃখিত]
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
ধন্যবাদ ৷