Call history editor
নিজের ইচ্ছামত কল হিস্টোরি তৈরি করুন এবং বন্ধুদের অবাক করে দিন । আর যাদের কল হিস্টোরি থেকে নাম্বার ডিলিট হয় না তারাও সমাধান নিয়ে নিন ।
প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Call log editor and backup
তারপর অপেন করুন
call log manager অপশনে ক্লিক করুন
তারপর এখান থেকে যেকোনো নাম্বার সিলেক্ট করে সময়,তারিখ, কথা বলার সময় সবকিছু চেন্জ করতে পারবেন অথবা নতুন নাম্বার এড করার জন্য Add a new call record অপশনে ক্লিক করুন ।
এখানে আপনি যে নাম্বারের কল হিস্টোরি তৈরি করতে চান সেই নাম্বারটা দিন ।
অথবা ফোনবুক থেকে নাম্বার সিলেক্ট করার জন্য or select from contact অপশনে ক্লিক করুন ।
Outgoing call, incoming call যেকোনো একটা অপশন সিলেক্ট করুন ।
আপনার ফোনে ২টা সিম থাকলে যেকোনো সিম সিলেক্ট করুন ।
আপনি কত তারিখে কতটার সময় কথা বলছেন সেটা সিলেক্ট করুন ।
তারপর Add to call log অপশনে ক্লিক করুন ।
এখন আপনার কাজ শেষ ।
প্রমান
কল হিস্টোরি ডিলিট করার জন্য আবার call log manager এ যান ।
তারপর যে নাম্বার ডিলিট করবেন সেই নাম্বারে ক্লিক করুন । তারপর Delete অপশনে ক্লিক করুন ।
তারপর Confirm করুন
ট্রাকবিডিতে এটা আমার ২য় পোস্ট । ভুল থাকলে ভুল দেখিয়ে দিবেন । আমি আরো অনেক ভালো পোস্ট করার জন্য পোস্ট নোটবুকে সেভ করে রাখছি এটা এপ্রুভ হলে ওইগুলো পোস্ট করবো ।
Follow me on Facebook