Site icon Trickbd.com

আসুন নিজেদের ডিজিটাল নিরাপত্তা রক্ষায় what’s অ্যাপ কে বর্জন করে BiP ম্যাসেঞ্চার অডিও ভিডিও অ্যাপস ব্যবহার করি।

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং হোয়াটসঅ্যাপ এর নতুন প্রাইভেসি পলেসি সম্পর্কে জেনেছেন ইতিমধ্যেই।

What’s app এর নতুন পলিসির ফলে, গ্রাহকের তথ্য ফেসবুকে শেয়ার করবে বা ফেবু চাইলেই নিতে পারবে।
এতে গ্রাহকের তথ্য এবং ব্যক্তিগত গোপনীয় বিষয় অন্যদেশের গোয়েন্দা সংস্থা বা রাস্ট্রের কাছে চলে যাবে।
মানে আপনার ভিডিও কল বা মেসেজ বা ছবি ইচ্ছা করলেই ওরা দেখতে পারবে বা নিতে পারবে।

এজন্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান What’s app বাদ দিয়ে তুরস্কের রাস্ট্রীয় টেলি কমিউনিকেশন কোম্পানি Turkcell তৈরি ভিডিও, অডিও ও মেসেজ এপ BiP ব্যবহারের আহ্বান জানান।
এতে আজকে ৮ ঘন্টাতেই ৪ কোটি নতুন গ্রাহক যুক্ত হয়েছে। Bip আপ্স এর প্রাইভেসি পলিসিতে কোনোভাবেই কোনো ডাটা কারো সাথে শেয়ার করা হবে নাহ। এছাড়াও তুরস্কের শক্তিশালী রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা কারো কাছে কোনো তথ্য শেয়ার করতে বাধ্যও নই।
আজকে সকালেই BiP এপ ডাউন লোড হয়েছিল ১০ মিলিয়ন বা ১ কোটি বার ডাউন লোড ছিল। আর এখন ৫ কোটি+ বার ডাউন লোড হয়েছে।

এক কথায় বিশাল একটা রেভ্যুলেশন।

এর কম সময়ে এত গ্রাহকের কারণে প্রাথমিক সমস্যা হতে পারে। ভেরিফিকেশন বা মেসেজ দেরিতে পাওয়া বা ভিডিও/অডিও কল ড্রপ হতে পারে।
তবে BiP এর টেকনিক্যাল টিম কাজ করছে এই সমস্যা আগামীতে থাকবে না।

তাই শুরুতেই সবাইকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে ।
আমাদের প্রত্যেকের উচিত আমাদের ডাটাগুলো নিরাপদে রাখতে হোয়াট অ্যাপ কে বর্জন করে, এই BiP আপ্স ব্যবহার করা।
BiP apps Link-
BiP