সর্ব প্রথমে পোষ্ট টি দেখার জন্য ট্রিকবিডি এর সকল ভিজিটর ও টিউনারদের কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের পোষ্ট। যদিও আমি নিয়মিত পোষ্ট করতে পারি না ট্রিকবিডি তে। তবুও রেগুলার ভিজিট করা হয় ট্রিকবিডিতে।
তো চলুন মূল কথায় আসা যাক।
Bip মূলত whatsapp/ imo এর বিকল্প হিসেবে দারুন জনপ্রিয়তা পাচ্ছে।
imo অ্যাপের প্রতি আমি অত্যন্ত বিরক্ত। অশ্লীলতা ছড়ানোর পুরো দায়িত্ব বোধহয় সে একাই ঘাড়ে নিয়েছে। বিরক্ত হয়ে বার বার আনইনস্টল করি। বাধ্য হয়ে আবার ইনস্টল করতে হয়। কারণ কারও কারও সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এটিই।
তথ্য সন্ত্রাসের এই যুগে মুসলমানদের একটা স্বতন্ত্র যোগাযোগ মাধ্যমের প্রয়োজন ছিল খুব বেশি। তুরস্ক পুরো মুসলিম উম্মাহর পক্ষ থেকে সে দায়িত্ব আদায় করে দিল। imo বর্জন করুন। bip ব্যাবহার করুন। একে জনপ্রিয় করে তুলুন।
তুরুষ্কের প্রেসিডেন্ট সমগ্র মুসলিম বিশ্বকে আহব্বান করেছেন এইটা ব্যাবহার করতে।
তুরস্ক কেন হোয়াটস অ্যাপ বাদ দিয়ে বিআইপি ব্যবহার করছে ?
তুর্কী প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন অ্যাপ হোয়াটস অ্যাপ তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে! সেইসাথে হোয়াটস অ্যাপের পরিবর্তে তুর্কী নাগরিকদের পাশাপাশি সমগ্ৰ বিশ্বের মুসলিমদের তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্কসেলের অ্যাপ বিআইপি ব্যবহারের অনুরোধ করেছে তুরস্ক!
তো চলুন আমরা Whatsapp/imo/etc. Message করার app কে বদলে ফেলে মুসলিম দের জন্য তৈরি অশ্লীলতা মুক্ত app এ যোগ হই।
★প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিনঃ
★Android User:
★Apple user:
BiP – Messaging, Voice and Video Calling Apps, Download Here, (Size: 291.8 MB)
★ ইনস্টল হয়ে গেলে একাউন্ট খুলুনঃ
★ মোবাইল নাম্বার অবশ্যই “0” বাদে বাকিটুকু দিবেন।
★বিঃদ্রঃ “01” দিয়ে যদি নাম্বার দেন তবে কারো সাথে কন্টাক করতে সমস্যা হবে। মেসেজ সেন্ড হবে না। সেন্ড হলে মেসেজ আসবে না। সে জন্য নাম্বার দেবার সময় অবশ্যই “0” বাদ দিয়ে শুরু করবেন।
★ এটাতে যেকোনো পিকচার পাঠাতে পারবেন HD কোয়ালিটিতে।
★★★
আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ☺