Site icon Trickbd.com

ইনবক্সের মেসেজ এডিট করে সবাইকে অবাক করে দিন

Unnamed

আসসালামুয়ালাইকুম/আদাব ।
আপনারা কেমন আছেন ?
আশা করি ভালো আছেন ।
যদি টাইটেল দেখে কিছু না বুঝেন তাহলে স্কিনশর্ট গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন । তারপরও বুঝতে না পারলে এই পোষ্ট দেখুন । প্রায় একই রকম । এটা কল লিস্ট এডিট আর এটা মেসেজ এডিট । কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ।
আগের পোস্টে দেখাইছিলাম কল লিস্ট এডিট । ঠিক‌ তেমনি এবার দেখাবো ইনবক্সের মেসেজ এডিট ।
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন fake text messages

তারপর ইন্সটল করে ওপেন করুন
সেখানে ইনবক্সে যার নাম্বারের মেসেজ তৈরি করতে চান তার নাম্বার বসিয়ে দিন

অথবা contacts এ ক্লিক করে ফোনবুক থেকে নাম্বার সিলেক্ট করতে পারবেন



Enter message text here এ কাঙ্খিত মেসেজ লিখুন

যেমন আমি লিখলাম hi[/]
[img id=701141]
তারপর মেসেজ টাইপ সিলেক্ট করুন [b] inbox
এখানে যেকোনো টাইপ সিলেক্ট করতে পারেন ।

নিচে দেখুন তারিখ 20/01/2021 দেওয়া আছে সেটাতে ক্লিক করে তারিখ পরিবর্তন করতে পারবেন
আর পাশে দেখুন 17:29 এটা সময় । এখানে ক্লিক করে সময় পরিবর্তন করতে পারবেন ।
এরপর Save অপশনে ক্লিক করুন ।

এরকম আসবে । তারপর Yes অপশনে ক্লিক করুন ।
এখন আপনার মেসেজে গিয়ে দেখুন

কাজ হয়েছে ।
এখনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন । আর একটা লাইক দিবেন ।
কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ।
আমার ফেসবুক আইডি