Site icon Trickbd.com

প্রতিদিন ফোনে চার্জ দিলে এই অ্যাপটি আপনার অনেক কাজে দিবে। Phone Charging Useful Tips

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Phone Charging Useful Tips

আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনে প্রতিদিন কয়েকবার চার্জ দিয়ে থাকি।আপনি যদি মোবাইল ফোন প্রতিদিন কযেকবার চার্জ দিয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি মিস করবেনা। কারণ আজকের এই আর্টিকেলটি প্রত্যেক Android ব্যবহারকারীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আজকের এই আর্টিকেলটি কেউ মিস করবেনা।

আমরা যখন মোবাইল ফোনটিকে চার্জ দেই তখন কিন্তু আমরা কখনো বুঝতে পারিনা মোবাইল ফোনে কত% চার্জ হয়ে গিয়েছে। অথবা মোবাইল ফোনটি কে চার্জ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু আজকের এই আর্টিকেলে এমন একটি ইউনিক টিপস দেখাবো যে দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন।

আপনাকে এই কাজগুলো কিন্তু অনেকটাই সাহায্য করবে এবং আপনি অনেকটাই সেভ থাকতে পারবেন। আপনার মোবাইল ফোনটি অনেকটাই সেভ থাকবে। এবং আপনি যখন এই কাজগুলো করে আপনার বন্ধুকে দেখাবেন তখন আপনার বন্ধুতো দেখেই অবাক হয়ে যাবে।

দ্বিতীয়ত আপনাকে বলতে বাধ্য হয়ে যে কিভাবে এই মোবাইল ফোনে এই কাজটি করেছেন এবং সে আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। তার মোবাইল ফোনে এই কাজটি করার জন্য আপনার কাছে বারবার রিকুয়েষ্ট করতে থাকবে। তো কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনে মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে প্রত্যেকটি মোবাইল ফোনের চার্জিং এর মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি। এই গোপন কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Buttery Charger Alarm

ডাউনলোড করার পর অ্যাপটি Open করুন।

তারপর এখানে ক্লিক করবেন।

তারপর এখানে Cancel এ ক্লিক করবেন।

তারপর এখানে Allow করবেন।

তারপর এখানে okayতে ক্লিক করবেন।

তারপর এখানে cancel ক্লিক করবেন।

তারপর এখানে okay তে ক্লিক করবেন।

তারপর এই রকম দেখাবে। আপনি এখানে ক্লিক করবেন।

তারপর Setting এ ক্লিক করবেন।

তারপর এখানে ক্লিক করবেন।

তারপর এখানে ১০০% করে দিবেন।

তারপর এখানে ক্লিক করবেন।

এখানে ১০% করে দিবেন।

তারপর এখানে চলে আসবেন। এখানে charger কানেক্ট করা ছাড়া কাজ করতে পারবেনা।

তাই এখানে Charger কানেক্ট করে নিবেন।

তারপর এখানে Charge Alarm তে ক্লিক করবেন।

তারপর এখানে okay তে ক্লিক করবেন।

তারপর এখানে Allow এ ক্লিক করবেন।এখন মোবাইল চার্জ সম্পন্ন হয়ে গেলে মোবাইল ফোন অনেক উচ্চ আওয়াজ করবে।

তারপর এখানে ক্লিক করবেন।

তারপর এখানে Set Password তে ক্লিক করবেন।

তারপর এখানে Password দিবেন।

তারপর এখানে আবার একই Password দিবেন।

তারপর এখানে okay তে ক্লিক করবেন।

তারপর এখানে okay তে ক্লিক করবেন।

তারপর এখানে ক্লিক করে দিবেন চার্জ দেওয়া সময়। যখন কেউ চার্জ থেকে ফোন খুলে নিবে তখন উচ্চ আওয়াজ করবে।

আমি মোবাইল ফোন থেকে Charger Remove করে দেখাচ্ছি। Remove করার সাথে সাথে এই রকম দেখাবে

তারপর এখানে Password চাইবে সঠিক Password দিলে শব্দ বন্ধ হয়ে যাবে।

আর যদি ভুল Password দেয় তাহলে খুলবে না। উচ্চ শব্দ করতেই থাকবে। এতে করে মোবাইল চুরি বা কে চার্জ থেকে সরিয়েছে তা জানা যাবে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন YouTube

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি