প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
• ঝামেলা থেকে মুক্তি।
• বিরক্তিকর সভা।
• বিরক্তিকর কথোপকথন।
• বন্ধুদের সাথে মজা করতে বা বোকা বানাতে।
• অর্থহীন সাক্ষাৎকারের মতো একটি বিশ্রী পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
মূল বৈশিষ্ট্য:
••• আপনি যেকোনো নাম এবং নাম্বার দিয়ে নিজের ফোনে ???? ???? করতে পারবেন।উদাহরণস্বরূপঃ
• মা/বাবা, বন্ধু, গার্লফ্রেন্ড, ইত্যাদি যেকোনো নাম্বার থেকে ফেক কল করতে পারবেন।
• যার নামে কল আনতে চান, তার ছবি সেট করতে পারবেন।
• নিজের ইচ্ছামতো ???????? সেট করতে পারবেন।
• ফোনের ????? বোতাম একসাথে ৪ বার চালু এবং বন্ধ করলে নিজে থেকেই যার নামে সেট করেছেন তার নামে Fake Call চলে আসবে।
• ফোন আপনার হাতে থাকা অবস্থায় ডানে এবং বামে জোরে আর তাড়াতাড়ি ঝাঁকুনি ( ⓢⓗⓐⓚⓔ ) দিলেই নিজে থেকেই ফেক কল চলে আসবে।
• আপনি ইচ্ছা করলে ????? ?????? করে সেট করে রাখলে, যখন Fake Call আসলেই সেই রেকর্ড নিজে থেকেই বেজে উঠবে। এতে সবাই মনে করবে যে, আপনি আসলেই ফোনে কথা বলছেন।
• আপনি আপনার সুবিধামত ???? সেট করতে পারবেন। অথবা সাথে সাথে 5 Seconds এর মধ্যে কল আনতে পারবেন।
এখন দেখুন কিভাবে এই ???? ???? অ্যাপ এর সব সেটিং করবেন।দাবি অস্বীকার:
ফেক কল, ফেক কলার আইডির আসল ইনকামিং কলের কোনো বৈশিষ্ট্য নেই – এটি কেবল একটি সিমুলেটেড ইনকামিং কল। এই অ্যাপ্লিকেশনটি কেবল দরকারে ব্যবহার করার জন্য। স্ক্রিনশট এবং আইকনগুলিতে ব্যবহৃত চিত্রগুলি কেবল অ্যাপটি সম্পর্কে আপনাকে জানাতে। ভালো লাগলে নিচের লিঙ্ক থেকে fake call অ্যাপটি ডাউনলোড করতে পারেন।তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন TrickBD এর সাথে থাকুন।ধন্যবাদ ।