Site icon Trickbd.com

আপনার ফোনে এই CMM Launcher অ্যাপ সেট করে নিন |অসাধারণ একটি Launcher App | Android Beautiful Apps |

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আপনার ফোনে এই CMM Launcher অ্যাপ সেট করে নিন

আজকের এই আর্টিকেলে Play Store এর এমন একটি ইউনিক অ্যাপস দেখাবোযে অ্যাপটি আপনি আপনার মোবাইল ফোনে সেট করবেন তখন দেখবেন যে আপনার মোবাইল ফোনটি এতোটাই পরিমাণে সুন্দর দেখাবে। এতোটাই চমৎকার দেখাবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।আমি মনে করি এই অ্যাপটি কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনেকে অনেক সুন্দর করে তুলবে।

যদি তোমার মোবাইল ফোন যদি খুবি কম দামী হয় বা যতই কমদামী হোকনা কেন আপনি যখন মোবাইল ফোনে এই অ্যাপটি মোবাইল ফোনে সেট করবেন যা আপনার মোবাইল ফোনটি এতোটাই পরিমাণে সুন্দর করে তুলবে। আপনার বন্ধুরা জানাত বাধ্য হবে যে কি সেই অ্যাপ যার মাধ্যমে আপনি মোবাইল ফোনটি এতো সুন্দর করেছেন।

তো কি সেই অ্যাপস যে অ্যাপটি মোবাইল ফোনে সেট করার পর মোবাইল ফোনটি এতোটাই পরিমাণে সুন্দর লাগবে জানতে হলে আর্টিকেলটি অবশ্যই সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কি সেই অ্যাপটি যেটি মোবাইল ফোনে সেট করার পর মোবাইল ফোনটি এতোটাই পরিমাণে সুন্দর লাগবে।

আপনারা দেখতেই পারছেন যে আমার মোবাইল ফোনে অ্যাপটি সেট করা রয়েছে যা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। মোবাইলের সমস্ত অ্যাপ কিন্তু চারদিকে থেকে কাউন্ট করা রয়েছে।

এতে করে প্রত্যেকটি মোবাইল ফোন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আপনারা কিন্তু এখানে বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। আমি শুধু এখান থেকে দুটি স্টাইল দেখিয়েছি।এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে এটি করবেন এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। CMM Launcher

ডাউনলোড করে ওপেন করুন।

তারপর মোবাইলে দুটি অ্যাপ দেখতে পারবেন। একটি CMM Launcher আরেকটি Themes। আপনি Themes এ ক্লিক করবেন।

তারপর ভিতরে এইরকম অনেকে দেখতে পারবেন।


আপনি আপনার ইচ্ছে মতো সিলেক্ট করুন। আমি এটি সিলেক্ট করে দেখাচ্ছি।

তারপর ডাউনলোড করতে এখানে ক্লিক করবেন।

তারপর এখানে থেকে Play Store সিলেক্ট করুন।

তারপর এখানে Cancel করুন।

তারপর এটা install করুন।

তারপর ওপেন করুন।

এখানে একটু অপেক্ষা করুন।

তারপর এখানে Apply Theme এ ক্লিক করবেন

তারপর এখানে একটু অপেক্ষা করুন।

এখন আপনি যদি Theme টি মোবাইলে সেটআপ করে সবসময় চালাতে চান তাহলে Continue এ ক্লিক করুন। আর যদি না কিছু সময়ের জন্য চালাতে চান তাহলে × চিহ্নে ক্লিক করুন

এখন দেখেন Theme টি সম্পন্নভাবে মোবাইলে সেটআপ হয়ে গেছে।



আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

সৌজন্যে: Wiztrick.Com

Exit mobile version