আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ভেক্টর Art খুবই জনপ্রিয়। বহুল প্রচলিত এ ভেক্টর Art কিছু দিন আগেও শুধু মাত্র মোবাইল ইউজার দের কাছে ধরাছোঁয়ার বাহিরে ছিলো। কারণ ভেক্টর Art এডবি ইলাস্ট্রেটরের সাহায্যে প্রফেশনাল রা করে থাকে। অনেকে ফোন দিয়ে এডবি ড্র বা অটোডেস্ক স্কেচবুক দিয়ে করে কিন্তু তা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ভালো দক্ষতা না থাকলে করা প্রায় অসম্ভব। কিন্তু কোনো প্রকার দক্ষতা ছাড়া মাত্র ১মিনিটে Vector Art, ‘Photo Lab’ এই এপ্স টি দিয়েই করা যায়। এ ছাড়াও বিভিন্ন এপ্স এর সাহায্যে করা গেলেও আজকের আলোচনার বিষয় জনপ্রিয় এপ্স Photo Lab.

চলুন শুরু করা যাক,

প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিন।

তারপর  https://drive.google.com/file/d/189MTYGEWS2qcHyC8cwguWKMUtXAKOfZH/view?usp=drivesdk এই লিংক থেকে Photo Lab Pro Moded Version ডাউনলোড করে নিন। এ ক্ষেত্রে আপনার ছবিতে কোনো ফটোল্যাবের ওয়াটার মার্ক থাকবে না।

এপ্স টি অপেন করুন।

Search Option এ যান

Search করুন ‘Vector’

প্রথম টি সিলেক্ট করুন

 

তারপর এমন ইন্টারফেস আসবে।

পছন্দ মতো সিলেক্ট করুন একটি। আমি এটি সিলেক্ট করলাম।

তারপর একটি প্রাইমারি ফটো সিলেক্ট করুন এবং তা অবশ্যই হতে হবে ভালো রেজুলেশনের ও উজ্জল।

এখানে ক্লিক করুন

কিছুক্ষন লোড নিবে তারপর কয়েকটি স্যাম্পল পিক দেখাবে যেটা বেশি ভালো লাগে এবং ফেস এর সাথে এডজাষ্ট হয় সেটা সিলেক্ট করুন।

তারপর ছবিটার উপর ক্লিক করুন

 

এবার আপনার ছবি রেডি শুধু ডাউনলোড করার পালা।

ডাউ

ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

তারপর ডাউনলোড অপশনে ক্লিক করুন

 

ব্যাস আপনার ছবি রেডি। এবার মনে মনে আমাকে ধন্যবাদ দিন।

 

যা হোক এটি ছিলো একদম বিগিনার দের জন্য কিন্তু এটি মোটেও প্রফেশনাল লেভেলের কোনো এডিটিং না। তবে এই ছবিকে প্রফেশনাল লুক দিতে Picsart দিয়ে সুন্দর ফন্ট দিয়ে নাম লিখতে পারেন বা আপনার ফটোগ্রাফি লগো এড করতে পারেন যেমন টা আমি করেছি

অনেক সময় ছবিতে Perfect Accuracy আসে না। সে জন্য আপনি সামান্য এডবি ড্র বা Picsart এর সাহায্য নিতে পারেন।

 

আজকের মত এ অবধিই

ধৈর্য্য ধরে এতোক্ষন পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।

আর ট্রিকবিডির যাত্রায় একজনের নাম না নিলেই নয় তিনি হলেন সাকিব ভাই। ধন্যবাদ ভাই।

 

আল্লাহ হাফেজ।

7 thoughts on "খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে"

  1. Avatar photo MD Shakib Hasan Author says:
    Download link ঠিক করেন
    1. Avatar photo Sadi Contributor Post Creator says:
      ডাউনলোড লিংক ঠিক নেই ভাইয়া?.
    2. Avatar photo A M Contributor says:
      লিংক ঠিক আছে কিন্তু এভাবে না দিয়ে অন্যভাবে দিতেতে হবে যাতে করে লিংক এ ক্লিক করা যায় এবং সেই পেজ এ চলে যায়
    1. Avatar photo Sadi Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া❤❤
    2. Avatar photo SagorSrkian Author says:
      Welcome ?
  2. Avatar photo Sadi Contributor Post Creator says:
    @AM ভাইয়া ইনশাআল্লাহ পরের বার থেকে ঠিক করে দিবো।

Leave a Reply