Site icon Trickbd.com

এখন ঘরে বসে Ok Wallet মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে ফেলুন আর এজেন্ট পয়েন্ট এ জেতে হবে না..!

Unnamed

দীর্ঘ ২০ বছর ধরে ওয়ান ব্যাংক সুনামের সঙ্গে গ্রাহকসেবায় নিরলস কাজ করে যাচ্ছে। নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে ওয়ান ব্যাংক বরাবরই আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সলিউশনে বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় ওয়ান ব্যাংক তার গ্রাহকদের জন্য এনেছে মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ওকে ওয়ালেট। ব্যাংক অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার মোবাইল ফোনে ওকে ওয়ালেটের ব্যাংকিং সেবা নিতে পারবেন। বিকাশ, রকেট, নগত মোবাইল ব্যাংকিং এর মত ওকে ওয়ালেট।

ওকে ওয়ালেট এর মাধ্যমে অনলাইন-অফলাইন কেনাকাটা, পানি-বিদ্যুত্সহ বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, নিরাপদে দেশের যেকোনো প্রান্তে টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ডিপিএস জমাসহ নানা রকম ফিচার পাওয়া যাবে।

ওয়ালেটের গ্রাহকরা পাচ্ছে মাত্র ১ শতাংশ হারে ATM ক্যাশ-আউটের সেবা। ওকে ওয়ালেটই প্রথম মোবাইল ওয়ালেট, যেটা এজেন্ট, ডিস্ট্রিবিউটর, মার্চেন্ট অর্থাত্ সব চ্যানেল পার্টনারকে USSD ও অ্যাপ এ দুই মাধ্যমেই সেবা

ওকে ওয়ালেটের গ্রাহকরা ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি, পিয়ার টু পিয়ার ট্রান্সফার করার সুবিধা পাবে।

তো দেখা যাক কি ভাবে ওকে ওয়ালেট একাউন্ট খুলবেন।

প্রথমে এখানে ক্লিক করে ওকে ওয়ালেট অ্যাপ টি
ডাউনলোড করে নিন

তার পর অ্যাপ টি ওপেন করে এখানে ক্লিক করুন।

তার পর আপনার ফোন নাম্বার আর NID নাম্বার দিন।

তার পর একটা verify code যাবে তা বসে দিন।

তার নিচের সব তথ্য গুলো ঠিকঠাক ভাবে দিন।

তার পর এই রকম আসবে।

তার পর এসএমএস এর মাধ্যমে একটা পিন দিবে।

এবার আপনার ফোন নাম্বার আর এসএমএস মাধ্যমে দিয়া পিনটি বসে দিয়ে লগইন তে ক্লিক করুন।

তার পর।

এইভার আপনার পিনটি চেঞ্জ করে নিন।

তার পর ৮ কর্মদিবস এর মধ্যে আপনার একাউন্ট Active হয়ে যাবে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়া হবে।

তার পর আপনার পিন দিয়ে এখন লগইন করেন অ্যাপ এ

তার পর এখন একাউন্ট ব্যবহার করুন।

এছাড়াও *269# ডায়াল করেও ওকে ওয়ালেট ব্যবহার করতে পারবেন।

মেনু ওয়ালেট

কোনো কিছু বুঝতে সমস্যা হলে Comment box এ Comment করবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ