Site icon Trickbd.com

আপনার মোবাইল ফোনে যদি ভলিউম বাটন থাকে তাহলে এই ভলিউম বাটনের মাধ্যমে ফোনের যেকোনো অ্যাপ Lock করুন।কেউ অ্যাপ ওপেন করলেও কিছুই করতে পারবেনা।

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ভলিউম বাটনের মাধ্যমে ফোনের যেকোনো অ্যাপ Lock করুন

এমন কোন মোবাইল ফোন নেই যে সেই মোবাইল ফোনে ভলিউম বাটন নেই। প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু ভলিউম বাটন রয়েছে। আপনার মোবাইল ফোনে যদি ভলিউম বাটন থাকে তাহলে আমি মনে করি যে এই আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই ভলিউম বাটনের মাধ্যমে মোবাইলের সাউন্ডকে কমিয়ে থাকি বা বাড়িয়ে থাকি।

তাছাড়া আমরা আর কিছুই করিনা অথবা জানিনা যে ভলিউম বাটনের মাধ্যমে কি কাজ করা যায়। আজকের এই আর্টিকেলের প্রত্যেকটি মোবাইল ফোনের ভলিউম বাটনের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গোপন কাজ দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।তো কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনের ভলিউম বাটনের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজ জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কি সেই পোপান কাজ যে গোপন কাজটি দেখার পর অবাক হয়ে যাবেন।তো আমি মনে করি এই গোপন কাজটি মোবাইল ফোনে থাকা খুবি গুরুত্বপূর্ণ কারণ মোবাইল ফোনে সিকিউরিটির জন্য অতন্ত্য গুরুত্বপূর্ণ। আমি যদি এখন YouTube ওপেন করি দেখতে পাচ্ছেন যে YouTube ওপেন হবে

কিন্তু YouTube এ আপনি কিছু করতে পারবেনা কোন ভিডিও দেখতে পারবেনা। আপনি হাজার টাচ করলেও কোন কাজ করবেনা। এখন এটি unlock করার জন্য আপনাকে মোবাইল ফোনে ভলিউম বাটনে চারবার চাপ দিতে হবে তাহলে YouTube কাজ করবে।

এটি আপনি কিভাবে করবেন এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। AppLock

ডাউনলোড করে ওপেন করুন

তারপর Next বাটনে ক্লিক করুন

এখানে Password দিতে হবে আপনি চারবার ভলিউম বাটন চাপ দিন এবং Next বাটনে ক্লিক করুন

আবার এখানে চারবার ভলিউম বাটন চাপ দিন এবং Confirm বাটনে ক্লিক করুন

উপরে এখানে ক্লিক করুন এবং নিচে চলে যান।

সবার নিচের প্রশ্নটাতে ক্লিক করুন

এখানে Chrome লিখে Next বাটনে ক্লিক করুন

এখানে উপরে Grant বাটনে ক্লিক করুন

এখানে Ok তে ক্লিক করবেন

এখানে K Note এ ক্লিক করুন

এখানে এটা on করুন এবং back চলে আসুন

এখন নিচে Grant এ ক্লিক করবেন

এখানে K Note এ ক্লিক করে on করে দিন

তারপর এখানে Finish এ ক্লিক করুন

এখানে ok তে ক্লিক করুন

এখানে চারবার ভলিউম বাটনে চাপ দিন

তারপর এখানে ক্লিক করে on করে নিবেন

আপনি যে অ্যাপ lock করতে চান সেই অ্যাপ খুঁজে বের করেন। আমি YouTube lock করে দেখাচ্ছি। তাই Youtube এ lock আইকনে ক্লিক করুন

এখানে Black তে ক্লিক করুন

তারপর এখানে Transparent এখানে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ।

এখন আমি YouTube ওপেন করে দেখাচ্ছি।

এখানে আপনি যতই ভিডিও দেখার বা নিচে যাবার চেষ্টা করুন স্কিনে যতই টাচ করুন কাজ করবেনা।

এটি unlock করার জন্য ভলিউম বাটনে চারবার চাপ দিন

এখন YouTube এ সকল কাজ করতে পারবেন।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি