Site icon Trickbd.com

কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval.

হ্যাল্লো ভাই ব্রাদার্স।

আশা করছি সকলেই ভাল আছেন। ইতোমধ্যেই আপনারা জেনে গেছে BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড থেকে একটি আইপি কলিং এপ চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা মাত্র ৩০ পয়সা / মিনিট দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন। তো আমি এই পোস্টে দেখাব কীভাবে খুব ইজিলি আপনারা এই আইপি কলিং app এ রেজিস্ট্রেশন করবেন এবং সাথে সাথেই  NID verification approval পাবেন।সো লেটস স্টার্ট……..


★২৬ তারিখ থেকে এই এপের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে।


এই App এর কিছু উল্লেখযোগ্য সুবিধাঃ


App ডাউনলোডঃ↓↓↓

প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন।

(রেফার লিংক থেকে ডাউনলোড করলে ১৫ মিনিট ফ্রি পাবেন)।

Alaap (Refer Link)

(ব্রাউজারের ডেস্কটপ মোড অন থাকলে অফ করে নিবেন)

Alaap(without refer)

TrickBD app থেকে ডাউনলোড করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে পোস্ট টি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করুন।


রেজিষ্ট্রেশনঃ

লিংকে ক্লিক করার পর প্লেস্টোর থেকে app টি ইন্সটল করে ওপেন করুন।

Continue এ ক্লিক করুন।

এবার যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন। আগে থেকেই বাম দিকে যেহেতু +880 দেওয়া আছে তাই আপনার নাম্বারটি 1 থেকে শুরু করে বাকীটা বসিয়ে দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন।

  Follow the photo ?

 

নিচের মতো পপ আপ আসলে এলাউ করে দিন তাহলে পিনকোডটি অটোমেটিক্যালি বসে পরের ধাপে যাবে।

 

এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। নেক্সটে ক্লিক করুন।

ভেরিফিকেশনের জন্যে প্রথমেই আপনাকে আপনার NID কার্ড আপলোড করতে হবে। নিজের না থাকলে পরিবারের কারও ব্যবহার করতে পারেন।

NID কার্ডের ছবি তোলার জন্যে ক্যামেরা পারমিশন এলাউ করুন।

এবার NID card এর ফ্রন্ট পেজের স্পষ্ট ছবি তুলুন।যেন প্রত্যেকটি লিখা পরিষ্কারভাবে বোঝা যায়।

 

সঠিকভাবে তোলা হলে সাবমিট করুন। অন্যথায় রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলুন।

 

অনুরুপভাবে ব্যাক পেজের ছবি আপলোড করুন।

 

  ↓

ফ্রন্ট ও ব্যাক পেজের ছবি সঠিকভাবে আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর ছবিগুলো সঠিকভাবে আপলোড করা হলে আপনি আপনার NID  information দেখতে পবেন। এবার নেক্সটে ক্লিক করুন।

 

এবার আপনাকে আপনার সেল্ফি আপলোড করতে হবে।পরিবারের অন্য কারও NID Card ইউজ করে থাকলে ওনার সেলফি আপলোড করতে হবে।

সেলফি ভাল না হলে টেনশন নিয়েন না।এটা শুধু ভেরিফিকেশনের কাজেই ব্যবহৃত হবে। Alaap app profile photo তে আপনি গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।

  সেলফি আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন।

 

এবার আপনার NID information গুলো চেক করা হবে তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

 

সবকিছু সঠিকভাবে প্রোভাইড করা হলে ভ্যালিডেশন সফল হবে।

 

এবার app initialization এর জন্যে আরও কিছু সেকেন্ড অপেক্ষা করুন।

এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে  lock screen Notification enable করুন।

বাস! কাজ শেষ। আসুন এবার দেখি একাউন্ট ভেরিফিকেশন সফল হলো কিনা। চেক করতে চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

এবার My Account এ ক্লিক করুন।

নিচের চিহ্নিত জায়গায় দেখুন। Nid Verification approved দেখাচ্ছে।অর্থাৎ আপনার একাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড।?

আর আলাপ নাম্বার টিও আপনি এখানে দেখতে পাবেন। আলাপ নাম্বারটির ক্ষেত্রে মজার ব্যাপার যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে 09696 এর পর বাকী ডিজিটগুলো আমার নাম্বারের শেষ ডিজিট দেওয়া হয়েছে। এভেইলেবল থাকলে আপনাদেরকেও আপনাদের নাম্বারের সাথে মিল রেখে আলাপ নাম্বার দেওয়া হবে।

সেলফি তোলার সময় মনের মতো সেল্ফি আপলোড করতে পারেননি নিশ্চয়ই ? সমস্যা নেই।উপরে ডান পাশের এডিট সিম্বলটিতে ক্লিক করুন।

 

এবার গ্যালারি থেকে নিজের পছন্দ মতো ছবি আপলোড করুন। ইমেইলের পাশে ভেরিফাই এ ক্লিক করলে সেখানে OTP বসানোর একটা বক্স পাবেন। আমি যখন ট্রাই করেছিলাম তখন otp আসতেছিলনা তাই আমি পরে email এর জায়গাটি ফাকা রেখেছিলাম।একই সমস্য ফেস করলে আপনিও ফাকা রাখুন। এরপর সেভ এ ক্লিক করুন।

 


১৫ মিনিট ফ্রি!

বলেছিলাম না ১৫ মিনিট ফ্রি পাবেন!  আসুন চেক করি পেয়েছি কি না। ভয়েস প্যাকেজে ক্লিক করুন।

এবার দেখুন এখানে আপনাকে ১৫ মিনিট দিয়ে দেওয়া হয়েছে।


কল ফরওয়ার্ডিংঃ

কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু করার জন্যে সেটিং আইকনে ক্লিক করুন।

এবার কল ফরওয়ার্ডিং লিখার উপরে ক্লিক করুন।

চিহ্নিত আইকনে ক্লিক করলে যে নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটি বসানোর জন্যে একটি বক্স পায়াবেন।

নাম্বার টি দেওয়া হয়ে গেলে সিম্পলি Ok তে ক্লিক করুন।

 


রিচার্জঃ

রিচার্জ করার জন্যে Recharge আইকন এ ক্লিক করুন

এখানে আপনি বিকাশ, নগদ ও কার্ড পেমেন্টের মাধ্যমে রিচার্জ নিতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম।

১০-১০০০ টাকার মধ্যে কাঙ্ক্ষিত এমাউন্ট বসিয়ে কন্টিউ করুন।

যে বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন এবং কনফার্ম করুন।

বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি এখানে বসিয়ে দিয়ে আবারও কনফার্ম এ ক্লিক করুন।

এবার আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিলেই সাকসেসফুলি আপনার আলাপ একাউন্টে ব্যালেন্স যোগ হবে।


সো ব্রাদার্স!?  এবার ধুমসে অল্প করচে নিজের আপনজনদের খোজখবর নেওয়া শুরু করুন।

আজ এ পর্যন্তই।  ভাল থাকুন, সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।