Site icon Trickbd.com

ব্যবসার হিসাব-নিকাশ করুন মুহূর্তের মধ্যে।

Unnamed

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।কেমন আছেন সকলে?আশা করি সকলে ভালোই আছেন।অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।আজকের পোস্টে থাকছে এমন একটি এ্যাপ যা ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী।যাদের মুদি দোকান,ফার্মেসী আছে অথবা নানান ধরনের ব্যবসা করেন তাদের জন্য এ্যাপটি খুবই উপকারী হতে চলেছে।মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি।সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

এ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।তাহলে এরকম ইন্টারফেস আসবে।

এখান থেকে আপনার কাছে যে কয়টি যে কয় টাকার নোট আছে তা নিচের Screenshots এর মতো বসান।যেমন আমার কাছে ৫ টি ৫ টাকার নোট/কয়েন,৬ টি ২ টাকার নোট/কয়েন এবং ৩ টি ২০ টাকার নোট আছে।তাহলে আমি তা যথাযথভাবে বসিয়ে দিচ্ছি।তাহলে দেখুন আমার কাছে কতগুলো টাকার মোট কতগুলো নোট আছে ও কতো টাকা আছে তা দেখুন নিচে লেখা উঠেছে।

আপনি যদি চান এই হিসাব সেভ করে রাখবেন তাহলে নিচের মার্ক করা ‘Option’ এ ক্লিক করুন।

তারপর এরকম আসবে।আপনি যেই নাম দিয়ে ওই হিসাবটি সেভ করতে চান। সেই নাম বসিয়ে দিন।তারপর ‘Save’ এ ক্লিক করুন।

পূর্বের সেভ করা হিসাব দেখতে এখানে ক্লিক করুন।

এ্যাপ সম্পর্কে বিস্তারিত:

আমরা এই এ্যাপ এ যে যে নোট ব্যবহার করতে পারবো:১ টাকা,২ টাকা,৫ টাকা,১০ টাকা,৫০ টাকা,১০০ টাকা,২০০ টাকা,৫০০ টাকা এবং ১০০০ টাকার।

[এটি মূলত বাংলাদেশী এ্যাপ।তাই বাংলাদেশে যেসকল টাকার নোট ব্যবহার করা হয় এখানেও সেই নোট গুলো ব্যবহার করে অতি সহজে হিসাব শেষ করে ফেলতে পারবেন।]

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।আমার পোস্ট এ যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।

ফেসবুকে আমি:For any problem