মুসলিম হিসেবে কোরআন শরীফ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা প্রায় সবাই জানি । তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এখন আমরা সহজেই আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি । আজকে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যেটাতে আছে অনেক অসাধারণ ফিচার । তো পোস্টটি শুরু করা যাক ‌।।

এই অ্যাপটির প্রথমে ফিচারগুলো দিব তাহলে যদি আপনাদের ভালো লাগে তারপরে আপনি আপনি ডাউনলোড করে নিতে পারেন ।।

অ্যাপটি ওপেন করলে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে তীর চিহ্নতে দেখানো জায়গাটিতে ক্লিক করতে হবে আপনাকে

এখান থেকে আপনি আপনার লোকেশন সিলেক্ট করে নামাজ এর সময় দেখতে পারেন ।

এবার যাওয়া যাক পরের ফিচারটিতে এর জন্য স্ক্রিনশটে দেখানো কুরআন নামক অপশনটিতে আপনাকে যেতে হবে ।

এখানে আপনি কোরআন শরীফের 114 টি সূরা পাবেন ।

আমি এরপর এর ফিচারগুলো তে যাচ্ছি এখানে যে কোন একটি সূরা সিলেক্ট করে নিন । তারপর নিচে দেখানো স্ক্রীনশট এর জায়গায় ট্যাপ করুন করুন ।

এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে । এখানে অনেক কাজ আপনি করতে পারেন ।

তো আমি এখানে পছন্দের ক্বারি নির্ধারণ এ চলে গেলাম ।

এখানে যেকোনো একটি সিলেক্ট করে আপনি তার তেলাওয়াত ডাউনলোড করে শুনতে পারেন ।

এখানে অনেক জন কারের নাম দেওয়া আছে যেকোন একটি আপনার পছন্দের মত আপনি কারীর তেলাওয়াত শুনতে পারেন ।

এখানে আপনি অনুবাদ পরিবর্তন করতে পারেন মানে বাংলা থেকে ইংরেজি করতে পারেন অনুবাদটি ।

এরপর এখানে আপনি উচ্চারণ দেখতে পারেন যারা আরবি পড়তে পারেন না ,এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে ।

এখানে আপনি সাইজ বাড়াতে বা কমাতে পারেন ।

এখানে সবচেয়ে শেষে যে ফিচার সেটি হল আরবি ফন্ট তো এখানে আপনি আরো ফন্ট সিলেক্ট করতে পারেন ।

এখানে আপনার পছন্দের যে আয়াতগলো আছে সেগুলো আপনি বুকমার্ক করতে পারেন ।

 

বুকমার্ক করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হল আপনার পছন্দের আয়াতটিতে ট্যপ করতে হবে তারপর এই স্টার চিহ্ন টা তে ক্লিক করলে বুকমার্ক হয়ে যাবে এবং উপরে দেখানো ইমেজটার ওখানে বুকমার্ক টি পাবেন ।

আয়াতটা আপনি কপি করতে পারেন ।

এরপর ব্যাক করে পরের ফিচারটি তে যাওয়া যাক ।

দেখানো জায়গাতে টেপ করে বাংলা দিয়ে সার্চ করতে পারেন ।

হাফিজি কুরআন টা এখন এভেলেবেল না তাই সেটা দেখলাম না । এখানে আপনি আপনার যে শহরটি সিলেক্ট করেছেন সেটার সময়সূচী নামাজের পেতে পারেন এজন্য আপনাকে দেখানোর জায়গায় ট্যাপ করতে হবে ।

তো এখান থেকে আপনি সময়সূচী পেয়ে যাবেন।

এখানে হিজরী ক্যালেন্ডার এ গিয়ে আপনি ক্যালেন্ডার দেখতে পারেন ।

এখানে আপনি কম্পাস সিলেক্ট করতে পারেন ।

সেটিংসে গিয়ে আপনি কিছু অ্যাডিশনাল সেটিংস করতে পারেন ।

এরপর আসা যাক অ্যাপটি আপনি কোথায় পাবেন এটি মাত্র দুই বছর আগে প্লে স্টোরে ছিল এখন প্লে স্টোরে নেই তাই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দেব এবার ।

এর জন্য আপনি চলে যাবেন google.com এ তারপর এখানে লিখবেন কুরআন মাজিদ বাংলা লিখে সার্চ করবেন

তারপর এখানে এপ্লিকেশনটি ইন্সটল করে নিবেন ।

পোস্টটি বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখতে পারেন এটা দেখার জন্য ক্লিক করুন এখানে

আমার ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করতে পারেন আমি মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকে এবং টেক রিলেটেড বিভিন্ন প্রকার ভিডিও পাবেন আমার চ্যানেলে আমার চ্যানেল ভিজিট করতে ক্লিক করুন এখানে

 

13 thoughts on "Al Quran এর একটি অসাধারণ অফলাইন অ্যাপ।"

  1. Sayem Contributor says:
    Word by word translation er option ache?
    1. Md Ziaul Haque Contributor says:
      অনেক আগে থেকে আমি ব্যবহার করি অনেক ভালো একটা এপ❤️❤️
    2. BD TECH Author Post Creator says:
      না ভাই । তবে পুরো বাক্য অনুবাদ হবে । বাংলা ইংরেজি দুটোই আছে ।
  2. Md Ziaul Haque Contributor says:
    অনেক আগে থেকে আমি ব্যবহার করি অনেক ভালো একটা এপ❤️❤️ ধন্যবাদ ভাইজান
    1. BD TECH Author Post Creator says:
      আমার সবচেয়ে প্রিয় অ্যাপ
  3. BD TECH Author Post Creator says:
    হ্যালো ভিসিটরস কে কে এই অ্যাপ এর সম্পর্কে জানতেন জানাবেন ।
  4. Sayfullah Contributor says:
    Emon kono Namaj time table app ase jeta te mosjid e kokhon Namaj suru hobe sei time ta dekhabe wakto suru er time dekhanor poriborte?
    1. BD TECH Author Post Creator says:
      Hmm অ্যাপটা হলেন আপনি
      নিয়মিত মসজিদ যান কাজ হয়ে যাবে । নামাজের সময়সূচী মসজিদ এ দেওয়া থাকে ।
    2. Sayfullah Contributor says:
      Mosjid e to jai e ?. Kintu next Namaj er koto hour baki ase seta dekha jete pare erokom kono app thakle.?
    3. BD TECH Author Post Creator says:
      Alarm set koren
    4. Sayfullah Contributor says:
      Ami jerokom chassilam serokom apps ase 2-3 ta. Tobe, famous/pupular mosjid gular time dewya ase. Mainly traveler der jonne.
  5. ভাই এক পোস্ট কতবার দিবেন
  6. Sayfullah Contributor says:
    Ami jerokom chassilam serokom apps ase 2-3 ta. Tobe, famous/pupular mosjid gular time dewya ase. Mainly traveler der jonne.

Leave a Reply