আমাদের জীবনযাত্রায় অনেক সময় মোবাইল হারিয়েছে বা চুরি হয়েছে। ঐ হারিয়ে যাওয়া Android এর Dataগুলো যেন কেউ
Access করতে না পারে সেই ব্যবস্থাটুকু দেখানো হবে।
এই সুবিধা ব্যবহারের কিছু শর্ত:-
- স্মার্টফোন চালু থাকতে হবে
- গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকতে হবে
- ইন্টারনেট সংযোগ সচল থাকতে হবে
- ফাইন্ড মাই ডিভাইস চালু থাকতে হবে
Mainly অ্যান্ড্রয়েডে সুবিধাটি পাওয়া যাবে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনে। যদি বর্তমানে Appটি Device এ না থাকে তবে চালু করে নিতে পারেন এখুনিই Play Store থেকে।
বিস্তারিত:-
- https://android.com/find এই link এ গিয়ে Google Accountটি Log In করুন
- বাম দিকে আপনার স্মার্টফোন দেখতে পাবেন
- “Security Device Option” Select করে স্মার্টফোন লক করতে পারবেন। চাইলে ফোনের Screen এ কোনো বার্তা দেখাতে পারেন।
- “Erase Device” এই অপশন আপনার ফোনে সব তথ্য মুছে ফেলবে। আর তথ্য মুছে ফেলার পর ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি আর কাজ করবে না। স্মার্টফোনটি অফলাইনে দেখালে পরে যখন অনলাইনে আসবে, তখন Data মুছে ফেলার কাজটি শুরু হবে।
এই ছিলো Find My Device এর একটি অজানা Tricks. এখন থেকে Mobile হারালে সহজেই data Erase করতে পারবেন।কোন
Data চুরি হবে না।
Sincerely;
Maestro (M4357R0)?️