কেমন আছেন বন্ধুরা …?
আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি, যার নাম হচ্ছে PixelLab YD তো শুরু করার আগে বলে নেই কোন ভুল হলে ক্ষমা করবেন, এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।❤️
আমরা অনেকেই PixelLab App টি ব্যবহার করে থাকি । এটি একটি জনপ্রিয় Photo Editing App এবং বর্তমানে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন এর তুমুল ঝড় তুলেছে। এই App এর কিছু Premium Features আছে , যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না , সেগুলো Access পেতে হলে Premium Subscription কিনতে হয় । আর অনেক Ads এর যন্ত্রনা পোহাতে হয়। আর এই App এর অনেক Modify Version আছে।
কিন্তু সেগুলো মন মতো সব ফন্টস, স্টিকারস্, শেপ, সাইজ, বেকগ্রাউন্ড, ফ্রেম পাওয়া যায় না। তাই আজ আমি আপনাদের জন্য সব কিছু মাথায় রেখে একটা মোড নিয়ে আসলাম , নিচে বিস্তারিত এর বিবরণ।
2 MODDED VERSION AVAILABLE⤵️
1) PixelLab YD BD
Size : 240 MB
2) PixelLab YD EN
Size : 210 MB
App Name : PixelLab YD
Version : 1.9.9
Modify Info⤵
◑ 450+ ENGLISH FONT
◑ 295+ BASIC FONT
◑ 115+ BANGLA FONT
◑ 121+ BD HANDWRITING FONT
PixelLab YD Review Video
লিংক Open করতে সমস্যা হলে অবশ্যই VPN ইউজ করবেন।
DOWNLOAD LINKS⤵
Password ➤ 397924
বিদ্রঃ আমি প্রায় সময় অনেক Application এর ২ টি মোড তৈরি করি ১ টি বাংলাদেশের জন্য আরেকটি অন্য দেশ গুলোর জন্য। ২ টি ভার্সনের Fonts আলাদা এবং PRO STICKERS আলাদা।
PixelLab YD BD : তে আছে পোস্টে উল্লেখিত বাংলা Fonts গুলো সহ আরো অনেক English Fonts, এবং গ্রাফিক ডিজাইনার দের জন্য Pro Stickers ৮১+ গুরুত্বপূর্ণ স্টিকার যা ডিজাইনের কাজে লাগবে আরো বাকি Stickers তো আছেই।
PixelLab YD EN : তে আছে পোস্টে উল্লেখিত বাংলা Fonts ছাড়া শুধু English Fonts, এবং বিভিন্ন গেমিং মাসকট লগো, Pro Stickers এ ৪৫০+ গেমিং মাসকট লগো আছে যারা গেমিং লগো তৈরী করে তাদের কাজে লাগবে আরো বাকি Stickers তো আছেই।
নোটিশ : বাংলা ভার্সনের রিভিউ ইউটিউবে দিলে বাংলা ফন্ট এর জন্য সমস্যা হবে। বা ভিডিও ডিলিট ও করতে হতে পারে তাই বাংলা ভার্সনের রিভিউ দেই না।
You must be logged in to post a comment.
Tech চ্যানেল এর থাম্বেলিন বানানোর জন্য ২ টার মধ্য কোনটা বেশি বেটার হবে জানাবেন…?
Apnar yt logo ta valo laglo?
❤️❤️❤️
Good
Yt channel ar logo ta kintu joss??
App ar size atto besi?
Download koira extract kore font gula alada kore save kore nimu??
সবার তো আর এসব বিষয়ে জানা নেই ফন্টস এর জন্য অনেক এমবি হইছে ?
Awesome vai❤️❤️
Where is Screenshot ?
No Need Ck out review Video
ভাই আপনারর হলুদ কালারটা চোখে লাগে বাকি সব চমৎকার হইছে,, কার এই এপে কাজ করতে গেলে দির্ঘ সময় লাগে তাই আশা করবো এপটির সব ডিফল্ট রেখে শুধু Font এবং sticker গুলো import করে দিলে খুব উপকার হতো,, ধন্যবাদ।
ভাই যদি কাইনমাস্টারের বাংলা স্টাইলিশ ফন্ট সাপোর্টেড একটা মেগা মোড ভার্সন বার করতেন , এই পিক্সেল-ল্যাব এর মত ?
তাহলে খুবই উপকৃত হতাম !
আর হ্যাঁ , এই মোড ভার্সনটি কিন্তু খুবই চমৎকার হয়েছে !
কাইনমাস্টারে ফন্ট এড করতে অনেক কস্ট + অনেক কোড লিখতে হয় তবে ২৫০ + বাংলা ফন্ট এর কাইন মাস্টার নিয়ে আসবো কাজ চলতেছে
ফন্ট গুলো অ্যাড করার আইডিয়া ভালো ছিল আমি এমন অ্যাপই খুজছিলাম।
কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ড কালার দেখতে প্রচুর বিরক্তিকর লাগে
আপনার ইউটুব চ্যানেল ঘুরেও আসলাম ভালো কাজ করছেন
কিন্তু ব্যাকগ্রাউন্ড এ কালো অথবা সাদা ছাড়া কিছুই দেখতে ভালো লাগেনা।
সবার ই ডিফল্ট হোয়াইট কালার দরকার হয় ওখানের কালার ও চেঞ্জ করে দিছেন।
আমার কথা গুলো নেগেটিভভাবে নিবেননা
যদি সম্ভব হয় পরের মড এ অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট করে দিবেন আগে যেমন ছিল।
আর ফন্ট ঢুকিয়ে অ্যাপ সাইজ না বারিয়ে ফন্ট গুলো এক ফাইলে রেখে ঐটা সবাইকে সেট আপ করানো শিখিয়ে দিলে সহজ হবে আমার মনে হয়।
amr phones a file ta open hoyna extract kibabe kortamm????
Media fire এ কেনো upload করলেন!! Download speed অনেক slow. Google drive or other virtual space এ upload করতেন যেটার download speed ভালো।