আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজকে একটা খুব উপকারী এবং খুবই মজার একটি এপ্স এর রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনার হয়তোবা টাইটেল দেখে করতেছে।
এটা আমার কেমনে সম্ভব যে আপনি যেকোন প্রকার সিনেমা 60FPS 90FPS 120FPS বা একদম স্মুথ করে কি হবে দেখবেন?
যেটা একচুয়ালি স্মুথ ফ্রেমরেট ভিডিও রেকর্ড ই করা হয়নি।


তো আজকের এই অ্যাপটির নাম হচ্ছে (SV Video Player ) আর সংক্ষেপে SVP ( ডাউনলোড লিংক )

তো এটার মেইন থিংস বা গোল সেটা হচ্ছে আপনার যেকোন ভিডিও সেটা ৩০ এফপিএস এ হোক, কিংবা সেটা ২০ এফপিএস এ হোক , ২৪ এফপিএস এ হোক ৩৫ এফপিএস এ হোক,
এগুলোকে আপস্কেল করতে পারবে, ৬০ এফপিএস ৯০ এফপিএস এবং ১২০ এফপিএস।

তো আপনারা যারা হাই রিফ্রেশ রেট এর ডিসপ্লে ব্যবহার করে থাকেন, লাইক নাইনটি হার্স ১২০ হার্স অথবা ৬০ হার্স।
ডিসপ্লের যারা ইউজার রয়েছেন। তারা কিন্তু সকলেই চাইলে আপনার পছন্দের সিনেমা টি হয়তোবা সেটি ২০ এফপিএস এ শুট করা হয়েছে সেটিকে আপনি ৬০ এফপিএস অথবা ৯০ এপিএস অথবা ১২০ এফপিএস এ প্লে করতে পারবেন। At 1080p

বলে রাখা ভাল এখানে তারা যে টেকনোলজি টি ব্যবহার করছে সেটাকে বলা হচ্ছে ( life MEMC ) আপনারা বুঝতেই পারছেন এই মোবাইল অ্যাপ টির কাজ শুনে যেটা বেশ হাই সিপিইউ এর কাজ।
তো আপনি গেম খেলে যেরকম চার্জ যেত এরকম একটা দুই ঘন্টার মুভি দেখলে ঠিক ওরকমই চার্জ যাবে। তো এটা কিন্তু বেশ ব্যাটারি কনজুমিং অল সো পাওয়ার কনজুমিং একটা ব্যাপার।

এবং একই সাথে এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য কেপাবল SoC লাগবে!
সো আপনার ফোনটি যদি স্নাপড্রাগণ ৮৫৫+ ৮৬৫ অথবা এই লেভেলের ফ্লাগশিপ সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে।
যদি আপনার ফোনে সেগুলো থেকে থাকে তাহলে আপনারা ইউজ করতে পারবেন।

প্র অ্যাপ টি ওপেন করে একটি এফপিএস সেটিং এ গেলে আপনারা দেখতে পারবেন। ফেভরেট অপশন রয়েছে যেখানে যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন (60FPS 90FPS 120FPS)

তো টেস্টিং এ আমি দেখতে পেয়েছি ২৪ এফ পি এস এর মুভি গুলো দেখতে দেখতে খুবই স্মুথ লাগে। বল্ড ক্লেইম আছে তাদের গুগল প্লে স্টোরের যে ডেসক্রিপশন বক্সে আছে ওখানে ওরা বলতেছে যে…….

অলমোস্ট প্রায় সবাই জারা আসলে একটা ২৪ এফপিএস কে ৬০ এফ পি এস এ একবার দেখেছে তার পরে তার কাছে আসলে ওই এফপিএস টা আর ভালো লাগেনা।
বা তার কাছে ঐ ইসমত ভিডিওটা দেখতে বেশি ভালো লাগে স্মুথ মুভি গুলো দেখতে বেশি ভালো লাগে।

তো এই অ্যাপটি ব্যবহার করা একদমই সহজ (জাস্ট গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করুন)
এবার সেটিং এ গিয়ে আপনার ইচ্ছামত প্লেব্যাক এফপিএস টা সেট করে দেন।

এবার আপনি যে কোন একটা ভিডিও ওপেন করে দেখা শুরু করে দেন।


তো দেখবেন যে সবকিছু একদম স্মুথ হয়ে গেছে।

তবে আফসোস যে mid-range ডিভাইসগুলোতে এই অ্যাপটি ব্যবহার করে মনে হয় না ভালো একটা রেজাল্ট পাবেন।

তবে ফ্লাগশিপ ইউজাররা যারা আছেন সবাই এই অ্যাপটি ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো ব্যাপারটা।

আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে! এরকম experience-এ এখন সবাই ভিডিও দেখতে পারবেন যদি আপনার ফোনে ক্যাপাবল হার্ডওয়ার থাকে।

পাবজি এবং ফ্রী ফায়ার এর আইডি কেনাবেচা করুন ০১৯২২৮৫৯৪২৩ এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে।

তো আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। ?

3 thoughts on "আপনার ফোনে থাকা যেকোন 24- 30 FPS এর ভিডিও কে 60-90 – 120 FPS এ প্লে করুন | কিভাবে সম্ভব ?"

  1. Md Salman Khan Contributor says:
    Vai 60fps,120fps,
    Egular manei bujlm na…ektu clear koren…
    60fps e ki hy, ba 90fps e ki hbe…
    1. Baincuhd Chaudhary Contributor Post Creator says:
      এভাবে আপনাকে বুঝাতে পারবো না আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখে নিন
  2. Saiful Khaled Contributor says:
    ভাই কতক্ষণ ভিডিও প্লে হওয়ার পরই আর HFR, 60fps কাজ করে না, সাবস্ক্রিমশন চাই। কোনে মোড ভার্সন থাকলে শেয়ার করেন।

Leave a Reply