আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আবারো একটি দারুন অ্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
দেরি না করে এবার কাজের কথায় আসা যাক।
আজ আপনাদের যে অ্যাপের কথা বলবো, এটি Free Fire ও PUBG খেলার জন্য বেস্ট একটি VPN অ্যাপ।
অ্যাপটিতে যা যা থাকছেঃ
১. সব সার্ভার ফ্রিতে দেওয়া আছে। কোনো সার্ভার এর জন্য পেমেন্ট করার প্রয়োজন নেই।
২. কিছু vip সার্ভার আছে যেগুলো অ্যাড দেখেই আনলক করতে পারবেন।
৩. সার্ভারগুলো খুব ফাস্ট এবং অ্যাপটি সম্পূর্ণ সিকিউরড।
৪. অ্যাপের মধ্যেই আপনার ডাউনলোড ও আপলোড স্পিড দেখতে পারবেন।
৫. খুব সহজেই যেকোনো সার্ভার কানেক্ট করতে পারবেন।
.
মন্তব্যঃ
আমার মতে অ্যাপটি খুবই ভালো ও এর ফিচারগুলোও দারুন। আমি নিজেও এই vpn ব্যাবহার করি। কোনো প্রকার বাফারিং করে না। যেকোনো গেইম ও ওয়েবপেইজ এই vpn এর মাধ্যমে আনলক করতে পারবেন
.
অ্যাপের নামঃ Chilli VPN
অ্যাপ ডাউনলোড লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=com.rlrakib.proxyserver
.
শীঘ্রই নতুন কোনো ট্রিকস, অ্যাপ বা ওয়েবসাইট রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।