Site icon Trickbd.com

Mobile এ ওয়েবসাইট ডিজাইন করার ২ টি প্রয়োজনীয় অ্যাপ।

Unnamed

আমি যখন মোবাইলে ওয়েব ডিজাইন করি তখন আমার কাছে অনেক উপকারী যেই দুটি অ্যাপ মনে হল সেই ২টি নিয়েই আলোচনা করবো।

  • প্রথমে html/css লেখার জন্য একটি ভালো কোড এডিটরের প্রয়োজন।
  • মোবাইলে সহজ ও ভালো কোড এডিটরের মধ্যে অন্যতম কোড এডিটর হল

    Code Editor



    প্রথমে যেভাবে শুরু করবেন।
    প্রথমে আপনাদের .html এক্সটেনশন সহ একটি ফাইল খুলতে হবে।
    তা কিভাবে করবেন নিচের স্ক্রিনশটে দেখিয়ে দিলাম।



    প্রথমে ফাইল নাম শেষে অবশ্যই .html দিবেন।

    .html দিয়ে ফাইল খুললে আপনারা অনেক সহজ সহজ সিস্টেম দেখতে পারবেন। যেমন আপনি একটা ট্যাগ, প্রপার্টি এর কিছু অংশ লেখবেন তার পরবর্তী অংশ শো করবে।।। Enter চাপলেই ফিল হয়ে যাবে



    আমি সব সময় এটাতেই কোড লিখি কারণ এটায় লাইভ প্রেভিউ পাওয়া যায়।

    প্রেভিউ যেমনে দেখবো

    তাছাড়া এইটায় অটো সেইভ অপশন আছে।
    যেভাবে চালু করবেন।

  • ২য়, কালার কোড পিকার, আপনি কোন একটি সাইট ক্লোন করতেছেন আপনার তো কালার পিক করতে হবে তাইনা?
    সেটা কি করে করবেন।
  • সহজ পদ্ধতি হল ঐ সাইটে ছবি তুলে নিবেন পরে কালার পিকার দিয়ে ওইটার কোড বের করবেন। তো চলুন দেখি কালার পিকার কেমনে ব্যবহার করে।
    color picker

    Permission গুলো,অন করে দিবেন।
    তারপর সাইটের ছবি সিলেক্ট করে কালার কোড নিতে পারবেন।

    তারপর দেখুন মাঝখানের বৃত্ত টা যেখানেই নিবেন কালার কোড পেয়ে যাবেন।



    আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
    আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?

    Our FaceBook Page

    BDBoighor.com

    Our Youtube Channel

    Exit mobile version