আমি যখন মোবাইলে ওয়েব ডিজাইন করি তখন আমার কাছে অনেক উপকারী যেই দুটি অ্যাপ মনে হল সেই ২টি নিয়েই আলোচনা করবো।
মোবাইলে সহজ ও ভালো কোড এডিটরের মধ্যে অন্যতম কোড এডিটর হল
প্রথমে যেভাবে শুরু করবেন।
প্রথমে আপনাদের .html এক্সটেনশন সহ একটি ফাইল খুলতে হবে।
তা কিভাবে করবেন নিচের স্ক্রিনশটে দেখিয়ে দিলাম।
প্রথমে ফাইল নাম শেষে অবশ্যই .html দিবেন।
.html দিয়ে ফাইল খুললে আপনারা অনেক সহজ সহজ সিস্টেম দেখতে পারবেন। যেমন আপনি একটা ট্যাগ, প্রপার্টি এর কিছু অংশ লেখবেন তার পরবর্তী অংশ শো করবে।।। Enter চাপলেই ফিল হয়ে যাবে
আমি সব সময় এটাতেই কোড লিখি কারণ এটায় লাইভ প্রেভিউ পাওয়া যায়।
তাছাড়া এইটায় অটো সেইভ অপশন আছে।
যেভাবে চালু করবেন।
সেটা কি করে করবেন।
সহজ পদ্ধতি হল ঐ সাইটে ছবি তুলে নিবেন পরে কালার পিকার দিয়ে ওইটার কোড বের করবেন। তো চলুন দেখি কালার পিকার কেমনে ব্যবহার করে।
color picker
Permission গুলো,অন করে দিবেন।
তারপর সাইটের ছবি সিলেক্ট করে কালার কোড নিতে পারবেন।
তারপর দেখুন মাঝখানের বৃত্ত টা যেখানেই নিবেন কালার কোড পেয়ে যাবেন।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন ?