Site icon Trickbd.com

যে কোন গান থেকে Vocal রিমুভ করে শিল্পি হয়ে যান আপনি ও !! কি বিশ্বাস না হলে দেখে আসুন।

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই.       আল্লাহর রহমতে অনেক ভালো আছে।আমিও             আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপস যেটা হয়তো আপনি মনে মনে  খুঁজছিলেন । যারা FL studio কাজ করেন বা মিউজিক নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই অ্যাপসটি সাহায্যে আপনি যে কোন গানের ভোকাল রিমুভ করতে পারবে। প্রতিটি সাউন্ড আলাদা আলাদা ভাবে শুনতে পারবেন।

অ্যাপসটির নাম Moises

 

যা যা লাগবে : 

১)আপনার ডিভাইসে অবশই ডাটা বা ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে।

২) একটা Gmail লাগবে যেটা আপনার ডিভাইসে add করা নাই রকম Gmail।

Download 

প্রথমে অ্যাপসটি  install করে ওপেন করেন

Use email ক্লিক করে আপনি নতুন account খুলবেন।

Gmail and pass দিয়ে sign up ক্লিক করেন।

Account করা successful এখন Start ক্লিক করেন। আর হ্যাঁ আপনার Gmail এইটা মেইল যাবে account verify না করলে ও হবে।

এখন প্লাস বাটনে ক্লিক করেন

এখন files app ক্লিক করেন

Permission চাইলে তা allow করে দিবেন

এখন আপনার পছন্দের মতো গান নিয়ে নিন।

এখন আপনি কয়টা track separation চান সেটা সিলেক্ট করে submit ক্লিক করবেন।

Submit ক্লিক করার পর গানটি আপলোড হবে এখানে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে কতটা ফাস্ট স্পিড আপলোড হবে। সাথে আপনা কিছু এমবি প্রয়োজন হবে।

আপলোড শেষ হলে ফাইলটি processing হবে এখানে কিছু সময় লাগবে ।

আমার processing কাজ চলছে

Processing শেষ হলে এই রকম দেখতে পারবেন ।এখন আপনা ফাইলটি download হবে কিছু এমবি প্রয়োজন হবে।

Download শেষ হলে এই রকম দেখতে পারবেন ।এখানে ক্লিক করেন

এখানে আপনি আপনার মতো করে edit করতে পারবেন। আর হে এই ফাইল গুলো আপনি আপনার ফাইলে গিয়ে ও পাবেন প্রতিটি সাউন্ড আলাদা আলাদা ভাবে ।

Setting ক্লিক করলে Export, Trim,Count in পেয়ে যাবেন।

তো আজ এই পর্যন্তই লেখায় কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।

YouTube ♦