Site icon Trickbd.com

T20 বিশ্বকাপ দেখুন আপনার মোবাইলে ।তাও আবার সম্পূর্ণ ফ্রি-তে।

Unnamed

শুরু হয়ে গেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ইতিমধ্যে কয়েকটি ম্যাচ শেষ ও হয়ে গেছে। সবগুলো রেংকিংয়ের সেরা দল ই নিজেদেরকে গুছিয়ে নিতে ব্যস্ত এখন।‌‌‌ যদিও তালিকার নিচের দলগুলোকে পাড়ি দিতে হচ্ছে বাছাই পর্ব নামক রণ ক্ষেত্র । আর সেই বাছাই পর্বেই অবস্থান হয়েছে আমাদের স্বপ্নের দেশের। যদিও পরিতাপের বিষয় হলো বাছাই পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ড এর বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ তার বিশ্বকাপ মিশন। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ এ ব্যর্থতাকে কাটিয়ে সামনের ম্যাচ গুলোতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে কিনা। তারপরও সবকিছু ছাড়িয়ে দেশ তো আমাদেরই । সাপোর্ট আমাদেরকেই করতে হবে । সুখে দুঃখে সবসময় পাশে থাকা চাই নিজ দেশের। শুভকামনা রইল প্রাণাধিক প্রিয় দেশের জন্য।

খেলা দেখা যাচ্ছে না ইউটিউবে

বাংলাদেশের তিনটি channel এবারের বিশ্বকাপ সম্প্রচারিত হবে। তথা,
১: বিটিভি।
২: জি টিভি।
৩: টি স্পোর্টস।
যদিও প্রতিবার চ্যানেলগুলো অনলাইনে তাদের খেলা সরাসরি সম্প্রচার করে থাকে টেলিভিশন এর পাশাপাশি। কিন্তু এবারে আইসিসির গাইডলাইন অনুযায়ী কোন চ্যানেল
ইউটিউব বা এ জাতীয় কোন প্লাটফর্মে খেলা সরাসরি সম্প্রচার অধিকার রাখেনা। যার কারণে ক্রিকেট ভক্তরা বঞ্চিত হচ্ছে খেলা উপভোগের সুযোগ থেকে‌ especially who has no TV like by me. আগে যদিও বিভিন্ন অ্যাপে খেলা দেখার সুযোগ ছিল কিন্তু এখন সেটি ও‌ আর বেশ একটা পরিলক্ষিত নয়। তাই একপ্রকার বলাই যায় যে ক্রিকেটভক্তরা খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে খানিকটা। তার পরেও একেবারে থেমে থাকলে তো হবে না । খেলা প্রেমিদেরকে তো আর দমিয়ে রাখা যায় না। ‌ কোন প্রকারে হলেও খেলাটা যাতে দেখা যায় সেই ব্যবস্থা ই মূলত করছি আজকের এই পোস্টে । তাই চলুন জেনে নেওয়া যাক

কিভাবে আপনি বিশ্বকাপ ক্রিকেট সম্পূর্ণ ফ্রি তে দেখবেন আপনার মোবাইল দিয়ে।

অনেক খোঁজাখুঁজির পর দুইটা এপস খুঁজে পেয়েছি যেগুলো থেকে আপনি একদম ফ্রিতে খেলা দেখতে পারবেন। শুধুমাত্র বিশ্বকাপ না, যে কোন খেলাই দেখতে পারবেন এই এপস গুলো থেকে।‌‌‌‌‌‌‌

এপ গুলোর লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র ডাউনলোড করে উপভোগ করতে থাকুন।
আর বোঝার সুবিধার্থে নিচে কিছু স্ক্রিনশট দিলাম।






CricPK live
Live Sport HD TV
অ্যাপ গুলোতে আলাদা কিছু ফিচার আছে যা সত্যিই চমৎকার।
তাহলে দেখতে থাকুন । আর সাপোর্ট করতে থাকুন নিজ দেশকে। এখন শুধুমাত্র দেখার বিষয় কতটুকু ভালো করতে পারে আমাদের দেশ। আর পূরণ করতে পারে আমাদের স্বপ্ন।

Thanks