আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে border লাইট সেট করতে হয়। ছোট একটি অ্যাপস এর সাহায্যে করতে পারবেন। লোক স্কিনে অসাধারণ একটা feel পাওয়া যায়।
Border কি?
বর্ডার হলো মোবাইলের চার পাশে যে অংশটা দেখতে পাই সেটা বর্ডার যেটাকে padding or margin ও বলা চলে।
তো বেশি কথা না বলে স্কিনে দেখে আসি।
প্রথমে অ্যাপসটি ওপেন করবো
এখানে আপনাকে permission দিতে হবে তাই requested permission ক্লিক করবো
এখন allow দিয়ে দিবো
এখানে AOD MODE টা অন করে দিবো
Overlay mode অন করবো যদি আপনি চান যে আপনি সব জায়গায় লাইট চলবে তখন overlay mode টা অন করে দিবো।
Define screen edge অন করে দিবো।তারপর get started ক্লিক করবো ।
এখন lines এ ক্লিক করবো ।
উপরে দেখতে পারছেন অনেক গুলো লাইট স্টাইল আছে আপনার পছন্দ মতো চয়েস করে নিবেন।
এখন আপনি কালার ও পছন্দ মতো করে নিতে পারবেন তার জন্য কালারে ক্লিক করতে হবে।
অনেক গুলো কালার আছে পছন্দ মতো add করে নিবেন। add করার জন্য কালারের পাশে + বাটনে ক্লিক করবেন ।তারপর correct ক্লিক করে সিলেক্ট করে নিবেন।
আপনি চাইলে আরো কিছু কাস্টোমাইজ করতে পারবেন settings এ গিয়ে ।
এখন ইচ্ছে মতো কাস্টোমাইজ করবেন।
তো দেখে আশা যাক মোবাইল লক থাকলে কি রকম দেখা যায়।
দেখতে পাচ্ছে কতো premium লোক দিচ্ছে। আপনি চাইলে লক স্কিনের থিম পরিবর্তন করতে পারবেন বেশ কিছু থিম দেওয়া আছে।
তো আজ এই পর্যন্ত , লেখায় কোন ভুলক্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।