আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি দেখাবো messenger দিয়ে কিভাবে avatar বানাবো যায়।  এই টুলসটা আগে ছিলো না রিসেন্ট কিছু দিন আগে add হইছে।  অনেক হয়তো দেখে নাই এইজন্য পোস্ট টা করা। যা জানেন তারা পোস্টটা  না দেখলেও চলবে যেহেতু এসেই পরছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তো বেশি কথা না বলে কাজে আশা যাক।

প্রথমে messenger চলে যাবো।

Messenger ওপেন হলে প্রোফাইলে ক্লিক করবো।

এখন avatar নামে একটা অপশন পেয়ে যাবেন । এখন avatar এ ক্লিক করবো ।

 

এখন make you avatar ক্লিক করবো।  আর হ্যাঁ এখানে আপনার মতো সেইম avatar create করতে পারবেন আশা করছি।

এখন আপনার মনে মতো করে skin সিলেক্ট করে নিবেন।  যদি আপনি male হন তাহলে male character skin সিলেক্ট করবেন।  female হলে female character skin সিলেক্ট করবেন।

যেহেতু আমি ছেলে তাই আমি male character টা সিলেক্ট করলাম।

এখন আপনার পছন্দের মতো hair style করতে পারবেন। অনেক গুলো hair style দেওয়া আছে।

এখন hair কালার ও করতে পারবেন।  অনেক গুলো কালার দেওয়া আছে ।

এখনে আছে face shape আপনার পছন্দের মতো face shape করে নিতে পারবেন।

এখানে আছে complexion । আপনার মতো করে complexion choose করে নিবেন ।

এখন আচ্ছে lines। আপনার মতো lines choose করে নিবেন।

এখন eye shape করে নিবেন  আপনার ইচ্ছে মতো ।

Eye color choose করে নিবেন আপনার মতো ।

Eyebrows পছন্দের মতো choose করে নিবেন।

Eyebrows color আছে ইচ্ছে মতো করে নিতে পারবেন।

Eyewear করে নিবেন।

Eyewear color

Nose আছে অনেক গুলো পছন্দের মতো choose করে নিবেন।

Mouth পছন্দের মতো add করে নিবেন।

Mouth color এইটা অবশ্যই মেয়েরা করে।  ছেলেদের তেমন দেখি না।

Facial hair অনেক গুলো দেওয়া আছে । ইচ্ছে মতো লাগিয়ে নিবেন।

Facial hair color অনেকে স্টাইল করার জন্য কালার করে তাদের জন্য কিছু কালার দেওয়া আছে।

Body shape আপনার মতো করে body choose করবেন ।

Body shape এর সাথে যদি রঙিন কালার কিছু পরা যায় তাহলে তো জাকা নাকা লাগবে তাই  কিছু outfit দেওয়া আছে।

 

Headwear শীতের দিন যদি headwear না পরি কেমন দেখায় বলুন তো তাই আপনার যেটা ইচ্ছে পরে নিবেন একদম ফ্রী।

কিছু accessories দেওয়া আছে যেমন :

Earring

Nose ring

Bindi

তো nose ring টা দেখে আশা যাক।

Bindi কি দোষ করলো । bindi দেখে আশা যাক

তো এই হলো messenger দিয়ে avatar তৈরি accessories

এই avatar টা আমার মতো করে বানিয়েছি ।

তো আজ এই পর্যন্তই লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

YouTube

Facebook

2 thoughts on "Messenger দিয়ে কিভাবে avatar তৈরি করা যায়।কোন প্রকার অ্যাপস ছাড়া"

  1. Md Swapon Mia Contributor says:
    কি হবে এইটা দিয়ে,,, এর কাজ কি…?
    1. abir Author Post Creator says:
      Facebook je noton Meta sathe jog hoice …setar 3D avatar ….r kico din wait korle Ei tar asol kaj bujte parben

Leave a Reply