আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে মোবাইল দিয়ে নিজে নিজের QR কিউ আর কোড বানাবেন একদম সহজেই।
বন্ধুরা আমরা সবাই যেকোনো জিনিস কেনার সময় প্যাকেটের গায়ে কিউআর কোড দেওয়া থাকে।
হয়তো আপনিও মনে করেন যদি আমিও নিজের জন্য কিউআর কোড বানাতে পারতাম তাহলে খুবই ভালো হতো।
হ্যা আপনিও বানাতে পারবেন আপনার নিজের কিউআর কোড খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই।
QR Code |
এমনকী আপনি আপনার ফোন দিয়ে যেকোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
আপনি যদি আপনার ফোনের আয়তন বাচাতে চান তবে অবশ্যই কিউআর কোড ব্যবহার করবেন কারন কিউআর কোড এর মাধ্যমে অনেক বড় বড় তথ্য কম্প্রেস করে ছোট আয়তনে রাখা যায়।
যেমন ধরুন আপনার একটি ডকুমেন্ট এর আয়তন হচ্ছে ৩এমবি কিন্তু আপনি ইচ্ছে করলে কিউআর কোড বানিয়ে ডকুমেন্টটির আয়তন একটি ইমেইজের আয়তনে রুপান্তর করতে পারবেন।
এতে আপনার ফোনের স্টোরেজ এর উপর চাপ কমবে।
কিউআর কোড কী?
কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক বারকোড।
সাধারন কোনো প্রতিষ্ঠান তাদের পন্যের নানান তথ্য যে ছোট্ট একটি ইমেইজের মাধ্যমে প্রকাশ করে সেটিই হচ্ছে কিউআর কোড।
কিউআর কোড সাধারন কোনো কোম্পানি তাদের প্রতিষ্ঠানের তথ্য ছোট করে নানান তথ্য সংরক্ষন করার জন্য ব্যবহার করে।
কীভাবে মোবাইল দিয়ে কিউআর কোড তৈরি করবেন?
আপনি যদি নিজে কিউআর কোড বানাতে চান বা কোনো কিউআর কোড স্ক্যান করতে চান তবে আপনাকে কিউআর কোড স্ক্যানার অ্যাপ ডাউনলোড করতে হবে।
আপনি ইচ্ছে করলে আমি যে অ্যাপটি ব্যবহার করি আপনিও সেটি ব্যবহার করতে পারেন।
প্রথমে আপনি প্লে স্টোরে চলে যান।
তারপর এই অ্যাপটি ইনস্টল করে অপেন করুন।
প্লে স্টোর থেকে ইনস্টল করুন |
ইনস্টল করতে পারবেন একদম বিনামূল্যে।
অপেন করার পর অ্যাপটি দেখুন স্ক্যান করছে এখন যদি আপনি কোনো কোড স্ক্যান করতে চান তাহলে সেকোডটি আপনার ফোনের ক্যামেরায় ধরুন।
দেখবেন কিউআর কোডটি স্ক্যান হয়ে গেছে।
নিজে নিজে কিউআর কোড তৈরি করার জন্য অ্যাপটি অপেন করার সময় দেখুন অ্যাপটির উপরে বাম কোনায় দেখুন থ্রি ডটম বা নেবভার আছে এটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন আছে।
যেহেতু আপনি নিজে কিউআর কোড বানাবেন সেহেতু আপনি Create QR code অপশনটিতে ক্লিক করুন।
Create QR কোড অপশনে ক্লিক করুন |
তারপর দেখুন অনেকগুলো অপশন আছে এণানে আপনি যেটি বানাতে চান সেটিতে ক্লিক করুন।
আপনি যদি কোনো ডকুমেন্ট দিয়ে কিউআর কোড বানাতে চান তবে Text এ ক্লিক করবেন।
আমি এখন আপনাদের কে ওয়েবসাইট দিয়ে বানিয়ে দেখাবো।
সেজন্য প্রথমে URL অপশনটি সিলেক্ট করতে হবে।
URL অপশনে ক্লিক করুন |
তারপর দেখুন একটি বক্স এসেছে বক্সে আপনি আপনার ওয়েবসাইট এর ইউআরএল দিন তারপর ওকে ক্লিক করুন।
আপনার ওয়েবসাইটের UrL দিন |
দেখুন আপনার QR Code তৈরি হয়ে গেছে।
এবং Save লেখায় ক্লিক করে কিউআর কোডটি সেভ করে নিন।
শেষের কথাঃ
আপনি এই অ্যাপটি দিয়ে বারকোড স্ক্যান করতে পারবেন এ বানাতে পারবেন।
আপনি কিউআর কোড স্ক্যান করতে কোনো ইন্টারনেট এর প্রয়োজন হবে না।
কারন এটি কিউআর কোড এটির সাথে ইন্টারনেট এর কোনো সম্পর্ক নেই।
তাই আপনি নিশ্চিন্তে সকল কাজ করতে পারেন কোনো নেট কানেকশন ছাড়াই।
বন্ধুরা আপনাদের অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের একটু অনুপ্রেরনা আমাদের এগিয়ে যাওয়ার আর্শিবাদ।