আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশের তৈরি linkeei যেটা নাকি ফেইসবুক এর মতো কাজ করে। তো কি কি আছে কি কি করা যায় একটু দেখে আশা যাক।
অ্যাপসটি বানিয়েছে big bang group
প্রথমে আমরা play store চলে যাবো then search করবো linkeei ।
তারপর অ্যাপসটি ইনস্টল করে নিবো। তারপর ওপেন করবো।
ওপেন করলে নিচের মতো একটা ইন্টার পেইজ দেখতে পাবো। যেহেতু আমরা নতুন তাই আমাদের একটা account তৈরি করতে হবে তাই create a new account or register ক্লিক করবো।
তারপর নিচের মতো ইন্টার পেইজ দেখতে পাবো।
First name, last name e-amil, password, confirm password, gender সব কিছু ফিলাপ করে নিবেন তারপর terms &use ক্লিক করে let’s go তে ক্লিক করলেই account হয়ে যাবে। আপনি যেই মেইল দিবেন সেই মেইলে একটা মেইল যাবে account টা activa করার জন্য করে নিবে ।
নিচের মতো একটা মেইল আসবে activation করে নিবেন।
Login করার পর এইরকম ইন্টার পেইজ দেখতে পাবেন। ইনফরমেশনদিয়ে ফিলআপ। করে নিবেন।
তারপর এই রকম দেখতে পারেন। চাইলে আপনি ছবি দিতে পারেন। যদি না দিতে চায় তাহলে skip this step for now ক্লিক করবেন।
এখানে আপনি post করতে পারবেন। লাইক , কমেন্ট,শেয়ার করতে পারবেন। আর একটা সুবিধা হলো আপনি যদি শুরু ছবি দেখতে চায় সেটাও পারবেন ওপরে photos নামে একটা অপশন আছে। এখানে শুরু ছবি আসবে অন্য কিছু না। যদি আপনি text দেন তাহলে শুরু text এই আসবে। all.দিলে photo,text দুইটাই আসবে।
এখানে ফেইসবুকের মতো friend request পাঠাতে পারবেন চ্যাট করতে পারবেন audio, video এখানে নোটিফিকেশন ও থাকবে।
আমি জানি না আমি যেই গুলোর মার্ক করছি তাদের আইকন কেন সো করে না। তারা আর একটু ভালো developed করতে পারবো।
এখানে আপনি পেয়ে যাচ্ছেন advertising,privacy setting, general setting, invite, Night mode। সাথে থাকছে ইনকাম করার উপায়।
তাদের থেকে ইনকাম করার উপায় টা কি কি?
লাইক , কমেন্ট, নতুন পোস্ট, new blog প্রত্যেক টির জন্য ভিন্ন ভিন্ন পয়েন্ট দেয়। ১০০ পয়েন্ট ১ টাকা।
মোট কথা হচ্ছে অ্যাপস মোটামোটি চলে কিন্তু আর একটু developed করলে ভালো হতো। তারা ইনকাম সিস্টেম রাখতে এটাই অনেক কিছু।
তো আজ এই পর্যন্ত কোন ভুলক্রটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন। বানান ভুলে হলে কমেন্ট করে জানিয়ে দিবেন।
13 thoughts on "ফেইসবুকের মতো চলে আসলো বাংলাদেশী অ্যাপস linkeei।"