Site icon Trickbd.com

কোথায় থেকে termux ডাউনলোড করবেন দেখে আসুন না দেখলে চরম মিস করবেন ।

আজ আমি আপদের দেখাবো কিভাবে  এবং কোথায় থেকে termux ইনস্টল করতে হয়। অনেকে বলবে ভাই এই termux তো প্লে স্টোরে পাওয়া যায় সেটার সাথে আমি একমত কিন্তু কথা হচ্ছে প্লে স্টোরে যেইটা আছে সেটা আপডেট বন্ধ আছে । আমরা যখন টুলস রান করতে যাই তখন অনেক error আসে। অনেক টুলস ঠিক মতো রান করা যায় না সেই সমাধান নিয়ে হাজির হলাম আমি আবির চলুন বেশি কথা না বলে কাজে আশা যাক।

কোথায় থেকে ডাউনলোড করবো: 

Termux অফিসিয়াল ওয়েবসাইট  তারা ওখানে বলে দিছে কোথায় থেকে ডাউনলোড করতে হবে।

Termux ওয়েবসাইটে ঘুরে আশা যাক।

প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবো।

এখন আমরা সার্চ করবো termux এবং একটু নিচে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবো।

এখন একটু নিচে গেলে f-droid লেখা পেয়ে যাবো সেখানে ক্লিক করবো।

এখন download f-droid ক্লিক করে ডাউনলোড করে নিবো তারপর আমরা ইনস্টল করবো ।

 

এখন f-droid ওপেন করবো।

এখন কিছু মেগাবাইট এর প্রয়োজন হবে। updating repository হতে কিছু সময় লাগবে ।

Repository updating শেষ হলে এই রকম ইন্টার পেইজ দেখতে পারবেন । এখন আমরা সার্চ করবো termux. ।

 

Termux লিখে সার্চ করলে অনেক গুলো দেখতে পারেন আপনি খুজে বের করবেন কোথায় terminal emulator with package লিখা আছে এবং সেটি আমরা ডাউনলোড করে ইনস্টল করবো।

দেখতে পাচ্ছেন আমারটা ওপের দেখাচ্ছে আমি আগে ইনস্টল করে রাখছি তার জন্য ।

এখন আশা করছি এখন কোন সমস্যা হবে না যে কোন টুলস রান হবে error আসবে না।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।

YouTube

Facebook

Exit mobile version