আমরা আমাদের দৈনন্দিন কাজের প্রয়োজনে
এমন অনেক অপরিচিত জায়গায় গিয়ে থাকি,যেখানে
কাজ শেষে বা কাজের জন্যই আমাদের এমন
অনেক জায়গার সন্ধান লাগে যা হয়তো ওই এলাকায়
কোথায় অবস্থিত তা আমরা জানিনা,এমন সব
প্রয়োজনীয় জায়গাই খুজে দেবে Nearby
Places এপ্লিকেশনটি।
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

এপ্লিকেশনটি ব্যাংক,রেস্টুরেন্ট,এটিএম বুথ,বাস
স্টেশন ,ট্রেন স্টেশন ,ট্যাক্সি স্টেশন
,মসজিদ,পুলিশ স্টেশন ইত্যাদি সহ মোট ২৬ টি
জায়গার সন্ধান দেবে যা আপনার আশে পাশে
রয়েছে।
ধরুন,আপনি এমন জায়গায় আছেন যার আশে পাশে
আপনি কিছু চিনেন না, কোন সমস্যা নেই,
এপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজেই
পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সে
জায়গাটি, আর প্রয়োজনীয় সে জায়গাটিতে যাওয়ার
পথ ও বলে দিবে এই এপ্লিকেশনটি। তাই আর
দেরি না করে এখনি নামিয়ে ফেলুন এপ্লিকেশনটি,
আর নির্দ্বিধায় চলে যান অপরিচিত যেকোনো
জায়গায়।
এপ্লিকেশনটির আরেকটি বিশেষ সুবিধা হল এটি
ব্যবহার করতে আপনাকে খুব বেশি ইন্টারনেট ডাটা
খরচ করতে হবে
না,যা আমাদের দেশে গুগল ম্যাপ ব্যাবহারের একটি
প্রধান সমস্যা।
এই এপ্লিকেশনপটি আপনি পৃথিবীর যেকোনো
জায়গায় ব্যবহার করতে পারবেন।
আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।