আসসালামু আলাইকুম,
কি অবস্থা কেমন আছেন সবাই ? আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার এইচডি ভিডিও কনভার্ট করে আপনার যদি কোন ফিচার্ড ফোন বা বাটন ফোন থাকে সেটাতে দেখবেন । দেরি না করে পোস্টটি শুরু করা যাক ।
প্রথমে একটি অ্যাপ এর প্রয়োজন হবে তাই প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবে এখানে সার্চ বক্সে লিখবেন androvid তাহলে দেখবেন যে নিচের অ্যাপটি আসবে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ।
এরপর অ্যাপটা ওপেন করে নেবেন ।
এখানে তারপর videos এ যাবেন । পারমিশন দেবেন ।
তারপর আপনি যেই ভিডিওটি কনভার্ট করতে চান সেটিতে ক্লিক করবেন।
এরপর এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন । এখানে ডানে স্ক্রল করলে convert নামে একটি অপশন পাবেন । সেখানে ক্লিক করবেন ।
তারপর এখানে ০৩ টা অপশন দেখতে পাবেন ।
Resolution, Format and Quality
এখানে বাটন ফোন এর জন্য Resolution হবে 144p এবং 240p . যেকোনো একটি সিলেক্ট করবেন । ( বি.দ্র. 240p সিলেক্ট করলে ভিডিও কোয়ালিটি ভালো হবে । তবে কনভার্ট করতে বেশি সময় লাগবে। )
এরপর Format সিলেক্ট করার পালা । এখানে আপনার কি-প্যাড ফোনের জন্য Format হবে 3gp.
তারপর quality যেকোনো দিতে পারেন।
তারপর টিক চিহ্ন টাতে ক্লিক করবেন।
এরপর এটাকে কনভার্ট হতে দিন ।
কনভার্ট হয়ে গেলে Bluetooth এর মাধ্যমে আপনার কি-প্যাড ফোনে ভিডিওটি পাঠিয়ে দিন।
এখন আপনি আপনার ইচ্ছামত এটা দেখতে পারেন। নিচে প্রমাণ দিলাম
পোস্টটি বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করুন ।
ভিডিও টিউটোরিয়াল ?????
আমার চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে অনেক টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে চ্যানেলটি ঘুরে আসতে এবং সাবস্ক্রাইব করতে পারেন।