আসসলামু আলাইকুম।
ট্রিকবিডির নতুন আরেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম।। আজকের এই পোস্টে আলোচনা করবো কিভাবে একটি পিডিএফ কে এক্সট্রাক্ট করে ছবি তে পরিণত করবেন।
এবং অনেক গুলো ছবি কে একসাথে পিডিএফ করবেন।
চলুন শুরু করি।
প্রথমে আপনাদের একটি অ্যাপ নামাতে হবেঃ
Download app
অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন।
প্রথমে চলুন কোন একটা পিডিএফ কে ভেঙ্গে তার ভেতরের ছবি গুলো ফোনে সেইভ করি।
তারজন্য আপনারা pdf to image এ ক্লিক করুন।
ফোন থেকে পিডিএফ টা সিলেক্ট করুন যেটা এক্সট্রাক্ট করতে চান
এক্সট্রাক্ট হতে ৫/১০ সেকেন্ডের মতন সময় নিবে
ফাইল সেইভ হলে আপনারা এখান থেকে দেখতে পারবেন
চাইলে গ্যালারি থেকেও দেখতে পারবেন।
এখন চলুন দেখি কিভাবে অনেক গুলো ছবি কে পিডিএফ বানাবো।
পিডিএফ বানানোর জন্য image to pdf এ ক্লিক করি
গ্যালারি থেকে ইমেইজ সিলেক্ট করি
সিলেক্ট করা হলে কোন ছবি আগ পিছ করতে চাইলে ড্রাগ করে আগে পিছে নিতে পারবেন।
পিডিএফের নাম দিয়ে ok তে ক্লিক করে সেইভ দিন
ফাইল সেইভ হয়ে গেলে আপনাদের স্টোরেজ ফাইলে দেখতে পাবেন।
তো আজ এই পর্যন্তই।