Site icon Trickbd.com

[Review & Giveaway] iTop Screen Recorder এর ময়নাতদন্ত।

iTop Screen Recorder_logo

সাধারণ তথ্য:


Screen Recording কী?

Screen Recording হলো এমন এক ধরণের প্রযুক্তি যার মাধ্যমে কোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মনিটর/ডিসপ্লেতে যা প্রদর্শন করছে তা ভিডিও আকারে সংরক্ষণ করা যায়। যেহেতু এটি অনেক আগে থেকেই ব্যবহৃত একটি সিস্টেম, তাই এ বিষয়ে বিশদ আলোচনার প্রয়োজন অনুভব না করায় বিষয়টি সংক্ষেপে এড়িয়ে যাচ্ছি।
অপ্রয়োজনীয় মনে হলে আপনারাও সরাসরি নিচের মূলপর্বে চলে যান।

Screen Recorder কীভাবে কাজ করে?

Screen Recorder ডিভাইসের স্ক্রিনের গতিবিধির উপর নজর রেখে প্রতিটি মুভমেন্টকে ক্যাপচার করে ফেলে। অর্থাৎ, আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করি করি তখন যেরকম ফ্রেমে থাকা দৃশ্যকে ক্যামেরার মাধ্যমে ভিডিও আকারে সংরক্ষণ করা হয়, ঠিক তেমনিভাবে মনিটরে যা হচ্ছে তাকে ফ্রেমে রেখে ভিডিও আকারে সংরক্ষণের কাজই Screen Recorder করে থাকে। আগে পুরো স্ক্রিনকে ফ্রেমে রেখে রেকর্ডিংয়ের কাজ হলেও বর্তমানে কোনো নির্দিষ্ট অংশকে ফ্রেমে রেখেও রেকর্ড করা সম্ভব।

Screen Recording কি তবে নিরাপদ নয়?

যেহেতু Screen Recording এর স্ক্রিনে দেখানো সবকিছু ট্র্যাক করা হয়, তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এটি আসলেই নিরাপদ কি না………..!
এক্ষেত্রে জবাব হবে হ্যাঁ ও না, দুটোই।
কেনো?
কারণ হলো, যেহেতু স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আপনার ডিভাইসের ডিসপ্লেতে দেখানো যাবতীয় কার্যাবলী রেকর্ড করতে পারে, সেহেতু এটি চাইলেই কোনো নির্দিষ্ট মুহূর্তের ছবি/ভিডিও নিজস্ব সার্ভারে প্রেরণ ও করতে পারে। তাই এক্ষেত্রে কিছুটা রিস্ক থেকেও যায়। বর্তমানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্র এতটাই উন্নত যে, কখন কোন এপ/পেইজে আমরা ব্রাউজ করছি তা সহজেই ট্র্যাক করা হচ্ছে। এভাবেই গুগল, ফেইসবুকের মত প্রতিষ্ঠানগুলো আমাদের ডেটাতে এক্সেস নিচ্ছে। সুতরাং রিস্ক কিন্তু সবক্ষেত্রেই রয়েছে। তবুও প্রয়োজন অনুসারে ঝুঁকির কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়।
তবে আমার পরামর্শ থাকবে সবসময় জনপ্রিয় ও পরিচিত কোম্পানিগুলোর সফটওয়্যার ব্যবহার করার এবং অবশ্যই ক্র্যাক ভার্সন নয়। এতে অনেক বাগ থাকতে পারে। যদিও অনেকেই Crack/Mod এর উপরেই ভরসা করে থাকেন। এই সংখ্যাকে দেশীয় প্রেক্ষাপটে সিংহভাগ বলা চলে।

কেন Screen Recorder প্রয়োজন?

অনেকসময় এমন হয় যে আমরা স্ক্রিনে যা দেখছি তা অন্যদেরও দেখাতে চাই। তখন আমাদের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়।
যেমন: কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরির সময়, প্রেজেন্টেশন তৈরির সময় অথবা ভিডিও/গেমিং এর ভিডিও স্ট্রিমিংয়ের সময়। বর্তমানে ইউটিউব, ফেসবুক বা এরকম ভিডিও প্লাটফর্মগুলোতে ভিডিও শেয়ারের ক্ষেত্রে হারহামেশাই Screen Recorder এর প্রয়োজন হচ্ছে।

মূল পর্ব:


iTop Screen Recorder কী?

বিভিন্ন প্রতিষ্ঠানের Screen Recorder বর্তমান বাজারে প্রচলিত রয়েছে। iTop Inc. এর  iTop Screen Recorder তার মধ্যে অন্যতম। প্রচলিত অন্যান্য Screen Recorder এর মত iTop Screen Recorder ও বেশকিছু ফিচার দিয়ে থাকে। সাথে আবার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ও কিন্তু দিয়ে থাকে। নিচে সেগুলো হাইলাইট করার চেষ্টা করব।

iTop Screen Recorder ই কেন……?

iTop Screen Recorder অন্যান্য সাধারণ Screen Recorder এর মত স্ক্রিন রেকর্ড করার সুবিধা দেয়ার পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে।
এরকম নতুন আপডেট করা উল্লেখযোগ্য কিছু ফিচার নিচে নোট করা হলো।

মোদ্দাকথা হলো, iTop Screen Recorder কে One of the best Screen Recorder for PC বলা চলে।

কোন কোন বিষয়গুলো iTop Screen Recorder কে এতটা স্পেশাল করে তুলেছে…….?

iTop Screen Recorder সম্পর্কে আরো জানতে নিচের লিংকগুলো ফলো করুন।

Facebook: https://www.facebook.com/itopvpn/
Twitter: https://twitter.com/ItopVpn
Official website: https://recorder.itopvpn.com/

আশাকরি উপরের লেখাগুলো পড়ে Screen Recording ও iTop Screen Recorder সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আসি Giveaway এর বিষয়ে।

Screenshots:


সংশ্লিষ্ট:


iTop Screen Recorder কয়েকটি Windows ভার্সনে কাজ করে। যা হলো:

ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। প্রচলিত সব উইন্ডোজেই চলবে।

Product Name:
iTop Screen Recorder
Version:
2.0.0.414
Author: iTop Inc.
Release Date: 2021-11-19
File Size: 59.6MB
License Type: Freeware
Requires: Win11/Win10/Win8/Win7

Download Screen Recorder Here

ও হ্যাঁ, এর আবার দু’টি প্যাকেজ ও রয়েছে। সেগুলো হলো:

  1. Free
  2. Premium

নিচে দুটো ভার্সনের মধ্যকার পার্থক্য দেখানো হলো।

আমাদের মতো গরিবদের জন্য ফ্রি-ই ভরসা। তবে ফ্রিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পেলে মিস না করা-ই উত্তম। অনেকে রিসোর্স শেয়ার করে। এগুলো নজরে রাখলে হারহামেশাই পাওয়া যায় কিছু না কিছু। তবে যারা প্রফেশনাল কাজে Screen Recorder ইউজ করেন তাদের জন্য ভালো কোনো Screen Recorder দেখে প্রিমিয়াম সাবস্ক্রিশন কেনা উত্তম। বিশেষ করে যারা সিকিউরিটি নিয়ে কনসার্ন তাদের Cracked ইউজ না করা-ই ভালো। এগুলোতে ম্যালওয়্যার/ট্রোজানের প্রমাণ প্রায়শই পাওয়া যায়। অনেকসময় হার্ডডিস্ক করাপ্ট/ফাইল এনক্রিপ্টের মত ঘটনাও ঘটে, যার ভুক্তভোগী আমি নিজেই। তবে প্রফেশনাল কাজে ব্যবহার না করলে ফ্রি ভার্সন দিয়েই দিব্বি চলে যায়। এখন সিদ্ধান্ত আপনার।

Giveaway………………!!


যেহেতু এটি শুধু পিসির জন্য প্রযোজ্য, তাই সকলের License Key এর প্রয়োজন হবেনা। তবে যাদের প্রয়োজন তারা TrickBD এর Discord সার্ভারে #resource-request চ্যানেলে মেসেজ দিবেন। তবে ওখানে আরো অনেক প্রিমিয়াম রিসোর্স দেয়া হয় যা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন।
কেউ পার্সোনালি মেসেজ করবেন না। কারণ, বর্তমানে কারো উপকার করলে প্রতিদান ভালো হয়না।
আর হ্যাঁ, ১৫ ফেব্রুয়ারির আগেই এই কী এপ্লাই করতে হবে। যার মেয়াদ কিন্তু একেবারে ৬ মাস! তাই যাদের প্রয়োজন, এই সময়ের মধ্যেই সংগ্রহ করতে পারেন।

দৃষ্টি আকর্ষণঃ


বিনা অনুমতিতে লেখার কোনো অংশ কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।

আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে ও টেলিগ্রামে নক করতে পারেন।
প্রিমিয়াম একাউন্ট/লাইসেন্স কী’র জন্য অথবা অকারণে বিরক্ত না করার অনুরোধ রইলো।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।

TrickBD Official Discord Server এ এড হয়ে যান।
এখানে অফিসিয়াল সাপোর্ট+ভালো ভালো লেখক ও কন্ট্রিবিউটরদের পাবেন।
এছাড়াও আরো অনেক সুবিধা দিচ্ছে ট্রিকবিডি থেকে।

সাথেই থাকুন।

“ধন্যবাদ”