App Review
DETAILS
Name:Swift Backup
Download: 100K
Language: English
Rating: 4.0/5
Size:40.7MB
DOWNLOAD LINK
Swift Backup
Android 11-12 থেকে আপনার স্টোরেজ এর অ্যান্ড্রয়েড ফোল্ডারের একসেস বন্ধ হয়ে গিয়েছে। সেখানে থাকা data/obb এইসব আর মডিফাই করার পারমিশন নেই। প্লে স্টোরে অনেক থার্ড পার্টি সফটওয়্যার ব্যাবহার করেও ভাল ফলাফল পাওয়া যায় না। এই কারণে যেসকল ইউজাররা কাস্টম রম ইউজ করেন তাদের যে সমস্যা টি হয় সেটি হল অ্যাপ ব্যাকআপ। নতুন নতুন রম দিতে গেলে বারবার অ্যাপ ইনস্টল করা অনেক ঝামেলার কাজ। আগের যেসকল অ্যাপ্লিকেশন ছিল যেমন টাইটানিয়াম ব্যাকআপ এইসব এখন আর কাজ করে না। তাই হালকা পাতলা ঘাটাঘাটি করে নতুন একটি অ্যাপ পেয়েছি, এটির রিভিউ দেখুন কেমন লাগে আপনার।
আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা মেমোরি তে ব্যাকআপ রাখতে পারবেন। এবং এক জায়গা থেকে আরেক জায়গা ব্যাকআপ ফাইল গুলো ট্রান্সফার করতে পারবেন সহজেই।
মেমোরির পাশাপাশি আপনি ক্লাউড এর মধ্যেও ব্যাকআপ রাখতে পারবেন। গুগল ড্রাইভ, ড্রপবক্স এইসব জায়গায়।
BACKUP OPTIONS
আপনি অনেক কিছুই ব্যাকআপ রাখতে পারবেন এখানে…
- App With Data
- Games With Data
- Messages
- Call Logs
- All Saved Wifi Networks
- Wallpapers
SCHEDULED
আপনি চাইলে টাইম সেট করে দিয়ে অটোমেটিক ব্যাকআপ ও নিতে পারবেন, এর মাধ্যমে আপনাকে বারবার ব্যাকআপ রাখার চিন্তা করতে হবে না।
PROS & CONS
এই অ্যাপটি খুব ভালভাবে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে খুঁটিনাটি অনেক কিছু করতে পারবেন। সাথে রয়েছে অ্যাপটির নিজস্ব সেটিং। আপনার ইচ্ছে মত অ্যাপ টিকে সাজাতে পারবেন। এর Ui, ইউজার ইন্টারফেস সবকিছু অনেক ভাল লেগেছে আমার কাছে।