Hello Everyone, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই পোস্টে আমি কথা বলবো এমন একটি App কে নিয়ে যেটির মাধ্যমে আপনারা আপনাদের Voice কে বিভিন্ন Effect দিয়ে Change করতে পারবেন এবং বন্ধুদের সাথে মজা করতে পারবেন। ভালো লাগলে জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।
তো চলুন, শুরু করা যাক।

? App name : VoiceFX

? App link : Apkpure

https://m.apkpure.com/voicefx-voice-changer-with-voice-effects/com.mobzapp.voicefx

এই App টির মাধ্যমে আপনারা আপনাদের বন্ধু-বান্ধব বা কাছের মানুষজনের সাথে মজা করতে পারবেন। এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার Voice কে বিভিন্ন effect দিয়ে পাল্টাতে পারবেন। শুধু Voice না বিভিন্ন ধরনের অডিও ফাইলকে ২৭ রকমের Effect দিতে পারবেন। যেসব effect দিতে পারবেন সেগুলোর লিস্ট আগে দিয়ে দিই তারপর বাকি কথা বলছি।

1) No effect
(এটা আপনার original অডিও ফাইলটি)

2) Chipmunk
( কার্টুনের মতো করে পাল্টাতে পারবেন এই ইফেক্টের মাধ্যমে)

3) Autotune
( অটোটিউন দিতে পারবেন আপনার Voice এ)

4) Robot 1
(এটা হচ্ছে রোবটের মত ইফেক্ট দেওয়ার ১ম ইফেক্ট)

5) Robot 2
(এটা হচ্ছে রোবটের মত ইফেক্ট দেওয়ার ২য় ইফেক্ট)

6) Robot 3
(এটা হচ্ছে রোবটের মত ইফেক্ট দেওয়ার ৩য় ইফেক্ট)

7) Female
( আপনার কন্ঠকে মেয়েলি কন্ঠের ইফেক্ট দিতে পারবেন ??)

8) Male
(আপনি যদি মেয়ে হন তবে ছেলেদের মত ভারী কন্ঠ দিতে পারবেন ??। আর যদি আপনি পুরুষও হোন তবে এই ইফেক্টের মাধ্যমে আপনার কন্ঠকে আরো ভারী করতে পারবেন, ?? কেউ চিনতে পারবে না আপনার কন্ঠ এমনভাবে ইফেক্টটা এপ্লাই হবে)

9) Kid

(বাচ্চার মতো ইফেক্ট তৈরী হবে)

10) Strong
( strong হবে কন্ঠ)

11) Double
( আপনার voice কে ডাবল করে শোনাবে এই ইফেক্ট)

12) Mask
( Mask পড়া থাকলে কেমন শোনায় এমনই শোনাবে, কিন্তু একটু ব্যতিক্রম। মানে কেউ বুঝতে পারবে না আপনার কন্ঠ।)

13) Drunk

14) Slow
( আপনার voice কে ধীরগতির করে দিবে)

15) Fast
( আপনার Voice কে খুব দ্রুততর করে দিবে)

16) Sheep
(ভেড়ার মতো করে শোনাবে অনেকটা)

17) Monster
(এই ইফেক্ট এপ্লাই করলে আপনি নিজেও নিজের Voice চিনতে পারবেন না)

18) Monster 2
(আগের মতোই কিন্তু একটু ব্যতিক্রম)

19) Alien
( আমি জানি না Alien দের কন্ঠ কেমন শোনায় ?? কিন্তু এই ইফেক্ট দিয়ে মজা করতে পারবেন অনেক)

20) Alien 2

21) Alien 3

22) Cave
( আপনার কন্ঠ একটি গুহায় শোনা যাচ্ছে এমন মনে হবে এই ইফেক্ট এপ্লাই করলে)

23) Cave 2
( একটু ব্যতিক্রম ও ভিন্ন শোনা যাবে আগের ইফেক্টের চেয়ে )

24) Cave 3

(আরো একটু ব্যতিক্রম ও ভিন্ন শোনা যাবে)

25) Space
( Alien এর মতো space এ কেমন সাউন্ড শোনা যায় আমি সেটিও জানি না ?। কিন্তু এটা অনেকটা গুহার মতো মনে হবে। কিন্তু একটু ব্যতিক্রম অবশ্যই।)

26) Space 2

27) Space 3

অনেকগুলো ইফেক্ট আছে। আপনি চাইলে যেকোনো music এরও ইফেক্ট চেঞ্জ করে দিতে পারবেন।

সবচেয়ে আকষর্নীয় ফিচারটি হচ্ছে এই এপ্লিকেশনের মাধ্যমে আপনারা যেকোনো গান ফোনে শোনা অবস্থায় রেকর্ড করতে পারবেন এবং এই এপ্লিকেশন বন্ধ হবে না। অন্যান্য সব রেকর্ডিং এপ্লিকেশনগুলো বন্ধ হয়ে যায় গান শোনার সাথে সাথে অডিও রেকর্ড করলে। কিন্তু এই এপ্লিকেশনটি একদমই এরকম না। অনেকটাই ব্যতিক্রম।

বুঝার সুবিধার্থে কিছু স্ক্রিনশটঃ

অবশেষে কিছু কথা বলতে চাই। কোনো কিছু আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর সেই জিনিসের উপকারিতা নির্ভর করে। আপনি যদি একটি ছুরি বাসায় কিনে নিয়ে এসে ফেলে রেখে দেন তবে সেই ছুরিটির উপকারিতা আপনি পাবেন না। কারন আপনি সেটি ব্যবহার করছেন না। একই ভাবে এই পর্যন্ত যেসব App/bots/tricks আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার না করতে পারেন তবে সেগুলো useless ই থেকে যাবে আপনাদের কাছে। সঠিক ভাবে ব্যবহারের কথা কেন বললাম? সেই ছুরিটির কথাই আবার বলি। আপনি যদি সেই ছুরিটি দিয়ে লোহা কাটতে যান তবে কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে? কিংবা আপনি যদি সেই ছুরিটি দিয়ে কোনো মানুষের হত্যা করেন তবেও কি সেই ছুরিটির সঠিক ব্যবহার হবে?  একেবারেই না। সে ছুরিটির যথার্থ ব্যবহার তখনই হবে যখন আপনি সে ছুরিটি দিয়ে নিজের বা অন্যের উপকার করবেন। যেমনঃ খাবারের জন্য ব্যবহার, দড়ি কাটার জন্যে ব্যবহার এমন ইত্যাদি নানান রকমের ভালো কাজেই ছুরিটি ব্যবহার করলে এর সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তাই আমি আপনাকে বলছি এই App টিই বলেন কিংবা দুনিয়াতে থাকা তামাম যত App আছে সেগুলোর কথা, আপনি যদি সঠিক ভাবে সঠিক কাজে তা ব্যবহার করতে না পারেন তবে সেটি আপনার কাছে useless ই থেকে যাবে।
তাই আশা করছি আপনি App টিকে ভালোভাবে ব্যবহার করতে সক্ষম হবেন।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
এতক্ষন ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

15 thoughts on "আপনার কন্ঠকে বিভিন্নভাবে Change করুন এবং তার সাথে নানা রকমের Effect যুক্ত করুন এই এপ্লিকেশনটির সাহায্যে!"

  1. Emon Contributor says:
    Download hocce na to ?
  2. likhon Author says:
    এই ফাইল এ ভাইরাস আছে
    । পোস্ট রিপোর্টেড?
    1. 4HS4N Author Post Creator says:
      1) file e virus nei eita drive e emnitei dekhay
      2) apnar mobile shomporke dharona khub e olpo
  3. 4HS4N Author Post Creator says:
    3) link fully kaj kore ami nije ei matro check korlam
    Report option k j kaje deoa hoyeche shekaje use korun ulta palta kaj korben na dhonnobad
  4. Khalid Hossain Munna Contributor says:
    Download kra jacce na
    Only owner can access it..
    Amn ashtece
  5. 4HS4N Author Post Creator says:
    Oceanofapk website theke download kore nin
    Google e file restrict kore dicche
  6. Md Sajeb Hossain Contributor says:
    Real time voice changing calling app lagbe….plz upload Asap…..
  7. 4HS4N Author Post Creator says:
    যারা যারা Reported reported করছেন তাদের জন্য শুভকামনা
    লিংক আপডেট করা হয়েছে।
    আর বলে রাখি, গুগল নিজে ফাইল রেস্ট্রিক্ট করে দিয়েছে। এতে আমার কোনো দোষ নেই আর করার কিছুই নেই। গুগল ড্রাইভের লিংক আর দিবো না প্রচুর সমস্যা করে। লিংক আপডেট করে দিয়েছি
    সবাই চেক করে নিন
    ধন্যবাদ
    1. M. M. Anik Contributor says:
      গুগল কখন কোনো ফাইলকে রেস্ট্রিক্ট করে সেটা নিয়ে একটু লেখাপড়া করবেন আশাকরি।
  8. 4HS4N Author Post Creator says:
    পড়াশোনা করা আছে ভাই
    কিন্তু এতটাই অলস নই যে একটা লিংক কাজ না করলে পোস্টদাতাকে যা ইচ্ছা তা বলবো আর কারন ছাড়া রিপোর্ট করবো এবং গুগলে গিয়ে সে ফাইলের নাম লিখে অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দ্বিধাবোধ করবো। এতটাই অলস নই।
    1. M+S Author says:
      ????

Leave a Reply