Site icon Trickbd.com

SEO Checker অ্যাপ দিয়ে আপনার ওয়েবসাইটের SEO Performance চেক করুন

Unnamed

Check your website SEO performance with SEO Checker App

ওয়েবসাইট রেঙ্ক করার জন্য seo অনেক গুরুত্বপূর্ণ।আপনার ওয়েবসাইট যদি SEO করা না থাকে,তবে ওয়েবসাইট রেঙ্ক করা সম্ভব না।আর ওয়েবসাইট রেঙ্ক না করলে ভালো পরিমাণ ট্রাফিক আসবে না।আর ট্রাফিক হলো একটি ওয়েবসাইটের প্রাণ।

তাই আপনি আপনার ওয়েবসাইট কত টুকু SEO করতে পেরেছেন এজন্যে দরকার পড়ে SEO চেক করা।SEO Checker অনেক অনলাইন টুলস রয়েছে।

কিন্তু আমি আজকে আপনার সাথে শেয়ার করবো একটি SEO Checker অ্যাপ।যেটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের SEO Performance চেক করতে পারবেন অনেক সহজে।

প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তারপর অ্যাপটি ওপেন করুন।

এখন ফাঁকা বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক টাইপ করে লিখে/পেস্ট করে দিয়ে Perform SEO check এ ক্লিক করুন।একটু লোড নিবে…


এবারে দেখতে পারবেন,আপনার ওয়েবসাইট এর SEO Performance

এখানে আপনি কি কি চেক করতে পারবেন তার একটি লিস্ট দেখে নিন :

And Much More…

নীচে অ্যাপটির কিছু স্ক্রীনশট দিলাম।ভালো করে দেখুন।চাইলে অ্যাপটি ইউজ করতে পারেন।





আপনি চাইলে আপনার ওয়েবসাইটের SEO Performance এর রিপোর্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।তার জন্যে প্রথমে এখানে ক্লিক করুন।

তারপর পারমিশন allow করে দিন।ডাউনলোড হয়ে যাবে।দেখুন আমার SEO Performance এর রিপোর্ট পিডিএফ ফাইলে।

অ্যাপটির প্লে স্টোর রেটিং 4.9। তাই ভেবেই নিতে পারি নিঃসন্দেহে অ্যাপটি আসলেই অনেক কাজের একটি অ্যাপ।

তো,আজকের মত এতটুকুই।ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।


নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন

আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।

Exit mobile version