Site icon Trickbd.com

ধাঁধা এবার আপনার ফোনে !! তাও আবার একসাথে ১৮৪ টি !!! অনেক মজা পাবেন ১০০% গেরান্টি।

Unnamed

সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আমার
গ্রাম বাংলার সংস্কৃতি। হারিয়ে গেছে
গ্রাম বাংলার লোকমূখে প্রচলিত ধাঁধাগুলো।
এগুলো যে একটা সংস্কৃতির বিরাট অংশ। সুষ্ঠু
সংরক্ষনের অভাবে যাও আছে তাও দিন দিন
বিলীন হয়ে যাচ্ছে।

আর তাই তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে

এলাম এমন একটি এপ্লিকেশন যাতে রয়েছে
গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে
ব্যাবহৃত গ্রাম বাংলার ধাঁধা।
এপ্লিকেশনটি সত্যিই অসাধারণ। বিশ্বাস না
হলে নিজেই না হয় দেখুন।
নামঃ গ্রাম বাংলার ধাঁধা

ডাউনলোড লিংকঃ →Download

সাইজঃ ২.৮ এম্বি।

আপনাদের জন্য অনেক কষ্ট করে, প্রচুর সময়
নষ্ট করে মজার মজার পোস্ট করি। তাও যদি
লাইক না দেন তবে পোস্ট করার আগ্রহ
হারিয়ে ফেলি।

আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।