কেমন আছেন trickbd বাসীরা? আশাকরি ভালো আছেন। আমি আজকে আবারও চলে আসছি নতুন একটা পোস্ট নিয়ে। চলুন দেরি না করে শুরু করি তাহলে।

আমরা অনেকেই আছি যারা জানতে চাই কিভাবে মোবাইল ফোন এর screenlock করে ছবি কিংবা ভিডিও করবেন তো সেটি নিয়েই আজকের পোস্ট

এর জন্যে আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন। এটি আপনি Google play store এ পেয়ে যাবেন ।

1.প্রথমে play store এ সার্চ করুন background              video recorder

  • এরপর অ্যাপ্লিকেশন টি ইন্সটল করা হলে ওপেন করুন এবং প্রয়োজনীয় premission গুলো আলো করে দিন।
  • এইবার মাঝের তীর চিহ্নিত আইকন এ ক্লিক করলে আপনার ভিডিও করা শুরু হয়ে যাবে।

এরপর নোটিফিকেশন প্যানেল থেকে stop অপশন এ ক্লিক করে আপনি ভিডিও রেকর্ডিং বন্ধ করতে পারেন। পরবর্তীতে আপনার ফোনের গ্যালারি তে ভিডিওটি দেখতে পারবেন।এইভাবে স্ক্রীন লক থাকা অবস্থাতেও ছবি কিংবা ভিডিও তোলা ও রেকর্ড করা যাবে।

 

তো আজ এই পর্যন্তই। ভালো লাগল লাইক দিবেন। কমেন্ট এ আপনার মূল্যবান মতামত দিবেন। আপনাদের সুস্থথা কামনা করে এইখানেই শেষ করছি। ধন্যবাদ।

8 thoughts on "মোবাইল ফোন এর স্ক্রীনলক থাকা অবস্থায় কিভাবে ছবি বা ভিডিও করবেন।"

  1. khanreturns Contributor says:
    এই ধরনের পোস্ট গুলো না করাই ভালো ।
    যত বেশি সংখ্যক মানুষ জানবে তত বেশি মিস ইউজ করার সম্ভাবনা বেড়ে যাবে।
    1. likhon Author Post Creator says:
      এটা কোনো অসৎ কাজ বন্ধ করতেও ব্যাবহার করা যেতে পারে ।
  2. Nishat Contributor says:
    jana cilo ager thekei.. but taw thanks oneker upokar hobe, abar kew missuse o korbe 🙂
    1. likhon Author Post Creator says:
      ধন্যবাদ।♥️♥️
    1. likhon Author Post Creator says:
      Thanks bro ?
    1. likhon Author Post Creator says:
      Thank you,, ?

Leave a Reply