এটা এই সাইট এ আমার প্রথম পোস্ট ভুল হলে ক্ষমা করে দিয়েন
আশা করি সবাই ভালো আছেন।আমি আপনাদের সাথে যা কিছু শেয়ার করি আমি জানিনা আপনাদের কেমন লাগে। তবে আমার কাছে যা ভালো মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। যাই হোক আজও আমি প্রতিদিনের মত একটি এন্ড্রয়েড এপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিভিন্ন ধরনের অনেক এপ আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আজ একটা কথা মনে হল। আর সেটা হল মোবাইলের নিরাপত্তা। আমরা অনেক সময় মোবাইল পকেটে রাখার পর বিভিন্নভাবে চাপ পড়ে আমাদের মোবাইলের অনেক কিছু পরিবরতন হয় বা কার কাছে কল চলে যায়। আজ আমি আপনাদের সাথে যে এপটি শেয়ার করতে যাচ্ছি তা হল পকেট লক। আপনি যখন আপনার ফোনটি পকেটে রাখবেন তখন অটমেটিক লক হয়েযাবে। আর পকেট থেকে বের করলেই আনলক হবে। তাহলে বুঝতেইত পারছেন এটা কতটুকু কাজের। আপনি ডাউনলোড করুন আর নিজেই দেখুন। তো ডাউনলোড করুন। আর কোনো সমস্যা হলে জানাবেন।তবে আমি আগেই বলে রাখি এই এপটি এর আগে কেউ শেয়ার করেছে কিনা জানিনা তবে এটা আমি প্রথম শেয়ার করছি। তো যদি আপনারা এটা প্রয়োজন মনে করেন তাহলে ডাউনলোড করুন।
File Name: Pocket Lock.Apk
File Size: 343.35 KB
ট্রিকবিডি এর সাথেই থাকবেন আশা করি ভাল কিছু পাবেন।।।।।।