আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।
প্রথমেই বলি কি লগার কি। কি লগার হলো এমন একটি সফটওয়্যার যেটা আপনার কিবোর্ড এর প্রতিটি নির্দেশ অনুসরণ করে তা সেভ করে রাখে। মানে আপনি যা কিছু টাইপ করবেন, সব অটোম্যাটিক সেভ হয়ে যাবে ।।
এর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা আপনার জি এফ এর আইডি হ্যাক করতে পারবেন। আপনি শুধু এপটি ভিক্টিম এর ফোনে ইন্সটল করে সেট করে দিবেন।
(NB: এই পোস্ট দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ট্রিকবিডি অথবা আমি কেউ দায়ী থাকবেনা। নিজ দায়িত্বে করবেন।।)
√ App Download Link ডাউনলোড করে নিন। ফেবুতে আপলোড দেওয়া, তাই ফেবু প্যাক দিয়েই ডাউনলোড হবে।
√ App এ ঢুকুন।
প্রথমে আমরা কিবোর্ড একটিভ করব।
√ Chose keyboard চাপুন। Hack Keyboard চালু করুন।
√ মেনুতে এসে পড়বে। এখন আবার। Click here to set up Hack Keyboard চাপুন। Hack Keyboard টা ডিফল্ট হিসেবে সেট করুন।।
এখন আবার নতুন করে এপ এ যান। এখানে চেপে Hacking mode Active করুন।।
ব্যস হয়ে গেল। এখন আপনি যা কিছু টাইপ করবেন সব অটো সেভ হয়ে থাকবে।। √ সেইভড ডাটা দেখতে এপ এ যান। স্ক্রিনশট লক্ষ করুন।।
যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
আল্লাহ হাফেজ.