Site icon Trickbd.com

আপনাকে ছাড়া আপনার ফোনের কোন অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে যায় তার ছবি তুলে রাখবে চলুন দেখে আশা যাক।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি মাত্র অ্যাপস দিয়ে মোবাইলে অনেক গুলো সিকিউরিটি দিবেন। এখানে সিকিউরিটি বলতে আপনার পার্সোনাল অ্যাপসে কেউ প্রবেশ করতে পারবে না।  সাথে আপনার ফোনটি লক করা আছে যদি কোন ব্যক্তি আপনার পারমিশন ছাড়া লক খুলার চেষ্টা করে তার ছবি তোলে রেখে দিবে। আরো অনেক ধরনের ফিচার রয়েছে এই অ্যাপসটিতে ।কয়েকটি উদাহরণ দেওয়া যাক।

উদাহরণ ১ :

ধরেন আপনার পার্সোনাল সব কিছু আপনি Google Drive এ রাখলেন। কিন্তু আপনি drive কে লক করার জন্য আলাদা app ব্যবহার করতে চাচ্ছেন না। এখন আপনি ভাবছেন যদি এমন হতো যে drive অ্যাপসে ক্লিক করলে অন্য কোথাও নিয়ে যাবে drive যাতে ওপেন না হয়। এই কাজটা কিভাবে করা যায় সেটা আমি আজ দেখাবো।

উদাহরণ ২ :

ধরেন আপনার ফোনের সকল অ্যাপস আনলক করা আপনি চাচ্ছেন যে আপনাকে ছাড়া যদি আপনার অজান্তেই কেউ যেকোন অ্যাপসে প্রবেশ করলে সাথে সাথে যাতে বলে দেয় open in Messenger মানে যেই অ্যাপসটি ওপেন করবে সেই অ্যাপসটির নাম বলে দিবে।

তো চলুন শুরু করা যাক।

App Download 

প্রথমে আমরা অ্যাপসটির ওপেন করবো।

তারপর নেস্ট করে দিবো।

দেখতে পাচ্ছেন কত গুলো অপশন আছে একেক টার একেক কাজ সব গুলো তো আর দেখানো সম্ভব না। আমি কয়েক টার কাজ দেখাবো।

প্রথমে add macro তে চলে যাবো।

এখন তিনটি অপশন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে trigger এ চলে যাবো।

 

এখান থেকে application সিলেক্ট করে নিবো।

এখন application launched ক্লিক করবো।

তারপর মার্ক করা মতো কাজ করে যাবো।

এখন আমি একটি অ্যাপস সিলেক্ট করলাম।

এখন ওকে দিবো এবং কিছু পারমিশন চাইবে ওকে করে দিবেন ।

মার্ক করা অন করে দিবেন।

আমাদের trigger কাজ শেষ এখন আমরা কাজ করবো action নিয়ে।

তাই এখন action plus বাটনে ক্লিক করবো।

 

এখন আমরা device action ক্লিক করবো।

এখন আমি চাচ্ছি যে আমার es file অ্যাপসটির ওপেন করতে গেলে সাথে সাথে হোম স্কিনে যাতে চলে আশে তাই আমি launch home screen সিলেক্ট করে দিলাম।

উপরে একটা নাম দিবো তারপর টিক দিয়ে দিবো এখন আমাদের কাজ শেষ। এখন কেউ চাইলেও অ্যাপসটি ওপেন করতে পারবে না।

আমরা আবার নতুন একটা দেখাবো আগে মতো প্রথমে trigger ও চলে যাবো।

এখন আমরা যাবো device event এ ।

তারপর failed login attempt ক্লিক করবো।

সব গুলো জায়গায় টিক দিয়ে ওকে দিবো।

এখন আমাদের থেকে device administrator পারমিশন চাইবে আপদি enable করে দিবেন।

এখন আমাদের trigger এর কাজ শেষ।

এখন আমরা কাজ করবো action নিয়ে তাই প্লাস বাটনে ক্লিক করবো।

তারপর camera/photo তে ক্লিক করবো।

তারপর take photo তে ক্লিক করবো।

এই রকম কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে নিবেন।

এখন আমরা কোন ক্যামেরা ব্যবহার করবো ছবি তোলার জন্য। এখানে ছবি তোলা হচ্ছে যে আপনি অন্য কোন ব্যক্তি আপনার ফোনের লক খুলার চেষ্টা করলে সেই ব্যক্তির ছবি আপনি কোন ক্যামেরা দিয়ে তুলতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

এখন আপনি চাইলে ক্যামেরা হাইড করে রাখতে পারেন।

এখন আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে যেখানে ছবি জমা থাকবে।

এখন action কাজ শেষ। ।

উপরে একটি নাম দিয়ে প্লাস ক্লিক করে সেভ করে নিবো ।

তো আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন সব কিছুতো দেখানো সম্ভব না আপনার একটু গেটে দেখবেন।

Demo video :

 

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ থাকার কারণে কয়েকটা দিন পোস্ট করা হয়নি।

Facebook

YouTube

Page